বাংলা হান্ট ডেস্ক : গাঁজা একটি নিষিদ্ধ বস্তু। কিন্তু এবার থেকে অনলাইনে অর্ডার করে পাওয়া যাবে গাঁজা। তবে আমাদের দেশে নয়, এই পরিষেবা আপাতত পাওয়া যাবে লস অ্যাঞ্জেলেসে।
সম্প্রতি, ওই দেশে ওষুধ তৈরি এছাড়া আমোদ-প্রমোদের জন্য বৈধ ঘোষণা করা হয় গাঁজাকে। তাই স্বাভাবিকভাবেই ওই দেশের মানুষদের মধ্যে গাঁজা খাওয়ার প্রবণতা যথেষ্ট বেড়ে গিয়েছে।
এই সুবিধাকে কাজে লাগিয়েই একটি নতুন উদ্যোগ নিয়েছে ‘ইজ’ নামক একটি সংস্থা। সংস্থাটি অনলাইন ডেলিভারির। মোবাইল থেকে যেমন ক্যাব বা খাওয়ার বুক করা যায়, তেমন ভাবে এই অ্যাপ দিয়ে কেনা যাবে গাঁজা।
ইজ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৪০ থেকে ৬০ ধরনের গাজা তারা বিক্রি করে থাকে। ইতিমধ্যে তাদের গ্রাহক সংখ্যা কয়েক হাজার। তবে ২১ বছরের নিচে কোন ব্যক্তির অর্ডার তারা নেয় না এবং এই গাজা ডেলিভারির পরিষেবাও দেয় না।ইজ সংস্থার এমন অভিনব উদ্যোগের পর খুশি সেখানকার নেটিজেন মহল।