দগ্ধ দেহের গন্ধ তখনও ভারতমাতার শরীরে,এনকাউন্টার খতম ধর্ষকরা,মমতার অসমর্থন এনকাউন্টারে!

 

বাংলা হান্ট ডেস্কঃ  নির্ভয়া কাণ্ডের ক্ষত এখনো মুছে নি। সেখানে দেখা গেছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কিন্তু আজ এই ঘটনা প্রমাণ করে দিল সত্যি আইন যদি পারে সংবিধান যদি পারে তবে যেকোন সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব। সকালে হায়দ্রাবাদ গণ ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে ক্রাইম সিন রিক্রিয়েট করতে যায় হায়দ্রাবাদ পুলিশ। সেখানে সুযোগ বুঝে পুলিশের হাতিয়ার কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্তেরা। পুলিশ প্রথমে হুঁশিয়ারি দিলেও থামেনি তাঁরা। পরে বাধ্য হয়ে এনকাউন্টার করে খতম করা হয় চার অভিযুক্তকে। পুলিশের এই কাণ্ডের পর গোটা দেশ জুড়ে হায়দ্রাবাদ পুলিশের প্রশংসা হচ্ছে। চলছে পুষ্পবৃষ্টি মিষ্টি খাওয়ানোর কাজ। কিন্তু দেশের অনেকেই আবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচকদের সমালোচনার মাঝে এবার মুখ খুললেন অপর একজন

   

mamata banerjee 6 2
আর এবার আজকের এনকাউন্টার নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জী । আজ কলকাতার মেয়ো রোডে সংহতি দিবস পালন করছে শাসক দল তৃণমূল। সেখানে উপস্থিত আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ভাষণের শুরুতেই ধর্ষকদের কঠোর সাজা নিয়ে কথা বলেন তিনি। তিনি বলেন, সবকিছু আইন মোতাবিক হওয়া উচিৎ। ধর্ষকদের সাজা আইন মাফিক হোক বলে জানান তিনি। তিনি বলেন দ্রুত চার্জশিট দাখিল করে সাজা দেওয়া উচিৎ ধর্ষকদের। এদিন তিনি মালদা ধর্ষণ নিয়ে বলেন, “পুলিশকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ৮৫ টি ফাস্টট্র্যাক আদালত রয়েছে। দোষীদের সাজা আইন মাফিকই হবে। হায়দ্রাবাদ এনকাউন্টার নিয়ে আইন হাতে তুলে নিয়ে নয়, কড়া আইনের মাধ্যমেই ধর্ষকদের সাজা দেওয়া উচিত।”

সম্পর্কিত খবর