আজকের রাশিফল শনিবার ৭ই ডিসেম্বর ২০১৯

মেষ : আজ আপনার আয় খানিকটা হ্রাস পেতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করুন। কারখানার কর্মীদের রোজগার বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। প্রেমে ব্যাঘাত ঘটতে পারে! শুভ সংখ্যা: ৭ , শুভ রং – লাল

IMG 20190821 074934

মিথুন: আজ অর্থাগম বেশি হবে। চাকরিতে পদোন্নতির যোগ আছে। শরীর ঠিক থাকবে। বিশিষ্ট কোনও ব্যক্তির সহায়তা পেতে পারেন। প্রেম করার জন্য দিনটি শুভ। শুভ সংখ্যা: ৩, শুভ রং – সাদা

কর্কট: পাওনা টাকা আদায় হবে। ব্যবসায়ীদের বিক্রিবাটা অনেকটাই বাড়বে। পরীক্ষার্থীদের মনোযোগী হওয়া উচিত। কাছের মানুষের যত্ন নিন।শুভ সংখ্যা:৬, শুভ রং – ধূসর

সিংহ: চাকরিতে বদলিসহ পদোন্নতির যোগ আছে। বিদেশ থেকে চাকরির জন্য ডাক আসতে পারে। সব কাজ ভাল ভাবে হয়ে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে। প্রেমে কোনও বাধা নেই।শুভ সংখ্যা: ৭,শুভ রং – কমলা

কন্যা: পাওনা টাকা সহজেই পেয়ে যাবেন। কিছু কেনার থাকলে আজ কিনে ফেলুন। চাকরিতে উন্নতির সম্ভাবনা খুব বেশি আছে। প্রেমের যোগ রয়েছে। প্রেমে তৃতীয় ব্যক্তির উপস্থিতি ঘটতে পারে।শুভ সংখ্যা: ৩, শুভ রং -সবুজ

তুলা: বিয়ের তারিখ পাকা হতে পারে। বেকারদের কাজের সু্যোগ আসবে। পোশাক বিক্রেতাদের লাভ বেশি হবে। হার্টের রোগীদের কষ্ট বাড়বে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন মানুষ খুঁজে পেতে পারেন।শুভ সংখ্যা: ৯, শুভ রং – কালচে লাল

বৃশ্চিক: ব্যয় কম, আয় বেশি হবে। বকেয়া টাকা আদায় হবে। কোথাও ঘুরতে যেতে পারেন। সন্তানের সাফল্যে আনন্দ বাড়বে।শুভ সংখ্যা: ৮, শুভ রং -কালো

ধনু: সরকারি কর্মস্থলে শুভ পরিবর্তন ঘটতে পারে। বেকারদের চাকরির চিঠি আসতে পারে। স্বাস্থ্য সামান্য খারাপ হতে পারে। নতুন কিছু ঘটতে পারে।শুভ সংখ্যা: ৫,শুভ রং -হালকা হলুদ

মকর: ব্যবসায়ীদের ব্যবসায় জটিলতা কাটতে পারে। বিদ্যার্থীদের মনোযোগী হওয়া প্রয়োজন। চাকরিক্ষেত্রে কোন তর্ক-বিবাদে নিজেকে জড়াবেন না। সামান্য অসুখ করলেও উপেক্ষা করবেন না।শুভ সংখ্যা:৬, শুভ রং – গাঢ় নীল

কুম্ভ: সময় খুবই জটিল। মানসিক অশান্তিতে ভুগতে পারেন। ভুলভ্রান্তি থেকে নিজেকে দূরে রাখুন। অযথা সময় নষ্ট করবেন না।শুভ সংখ্যা: ৩,শুভ রং – মেরুন

মীন: শিক্ষার্থীদের জন্য সময় খুব ভালো। ভালো করে পড়াশুনায় মনোযোগী হতে হবে। ব্যবসায়ীরা একটু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। প্রেমে বেশ শান্তিতেই চলবে।শুভ সংখ্যা: ৫, শুভ রং – হলুদ

সম্পর্কিত খবর