বাংলাহান্ট ডেস্ক: বলিউডে নবাগতদের তালিকায় রয়েছেন অনেকেই। কিন্তু কার্তিক আরিয়ানের মতো এমন ‘চকলেট বয় ইমেজ’ কজন অভিনেতার রয়েছে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। অভিনয় জগতে পা রেখেছেন খুব বেশি দিন হয়নি, কিন্তু এরই মধ্যে তাঁর ব্যক্তিগত জীবন, প্রেম নিয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে বিটাউনে। কিন্তু অভিনয় ছাড়াও কোনও প্রিয় মানুষ বা অন্য কিছু কি তাঁর জীবনে রয়েছে? কার্তিক জানান, আছে, তা হল যৌনতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয় অভিনয় বা যৌনতা কোনটা সারা জীবনের মতো ছেড়ে দিতে পারবেন তিনি? উত্তরে অভিনেতা জানান, কোনওটাই নয়। কারণ দুটোই তাঁর কাছে ‘ব্রেড অ্যান্ড বাটার’। তাঁর কথায়, “দুটোই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তাছাড়া আমার মনে হয় অভিনয় ও সেক্স দুটোই একে অপরের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে।”
এর আগে সারা আলি খানের সঙ্গে বেশ প্রগাঢ় বন্ধুত্ব হয়েছিল কার্তিকের। কার্তিকের উপর সারার ক্রাশ রয়েছে একথা জানার পর থেকেই ধীরে ধীরে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে থাকেন তিনি। দুজনে একসঙ্গে ‘লভ আজ কাল ২’ ছবিতে কাজও করেছেন। সারার জন্মদিনে তাঁর সঙ্গে সময় কাটাতে বিদেশে উড়ে গিয়েছেন কার্তিক। এসব দেখে নেটিজেনদের একপ্রকার দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে বলিউডে আরও এক নতুন জুটির জন্ম হল। কোনওদিনই তেমন ভাবে নিজের ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখেননি কার্তিক। তাঁর মতে পাপারাৎজির ভয়ে প্রিয় মানুষের সঙ্গে রেস্তোরাঁয় যাবেন না, এমন মানুষ তিনি নন। তবে এখন অবশ্য শোনা যাচ্ছে সারার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর।
‘পতি পত্নি অউর ও’ ছবিতে তাঁর দুই সহঅভিনেত্রী অনন্যা পাণ্ডে ও ভূমি পেডনেকরও নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে লুকোছাপা করার পক্ষপাতী নন। সাক্ষাৎকারে নিজের প্রাক্তনদের ব্যপারেও কথা বললেন অনন্যা। জানালেন তাঁর কোনও প্রাক্তনের সঙ্গেই আর যোগাযোগ নেই তাঁর। শুধু একজন বাদে, যদিও সে নাকি সোশ্যাল মিডিয়ায় সব জায়গা থেকেই ব্লক করে দিয়েছে অনন্যাকে। প্রাক্তনদের ভোলা, বিচ্ছেদের কষ্ট থেকে বেরোনোর জন্য উপায়ও বাতলে দেন অভিনেত্রী। তাঁর মতে সবথেকে ভাল উপায় হল ফের নতুন সম্পর্কে জড়ানো। অতিসম্প্রতি মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে ও ভূমি পেডনেকর অভিনীত ‘পতি পত্নি অউর ও’।