আবহাওয়ার খবর: এ সপ্তাহতেও অধরা শীত, নামবে না পারদ

বাংলা হান্ট ডেস্ক : গত সপ্তাহের শুরু থেকে অর্থাত্ ডিসেম্বরের ৩ তারিখ থেকে একেবারে ছক্কা হাঁকিয়ে শীতের আমেজ প্রবেশ করেছিল বঙ্গে। কিন্তু রেশ ছিল বেশ কয়েকদিন। কিন্তু শুক্রবার থেকে আবারও শুরু হয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। তাই শুক্রবার থেকে রবিবার অবধি টানা তিন দিন ধরে শীত অধরা।

পশ্চিমি ঝ্ঞ্ঝার জন্য শীত প্রবেশ করতে পারেনি বঙ্গে। যদিও সোমবার থেকে শীতের আমের ফেরার কথা ছিল। কিন্তু সোমবার সকাল থেকে সেভাবে শীতের আমাজের দাপট দেখা গেল না। এমনকি তাপমাত্রার পারদ এতটাই বেড়ে গলে যে পারদ ছুঁল ১৯ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।q4 123014102629

জানা গিয়েছে জম্মু ও কাশ্মীরে একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার কারনে শীতের দেখা মিলছে না। তাই শীত প্রেমীদের খানিকটা হলেও মন খারাপ শুরু হয়ে গেছে। তবে চলতি সপ্তাহের মধ্যে কিন্তু পারদ নামার যে খুব একটা সম্ভাবনা নেও তাও প্রায় একপ্রকার নিশ্চিত। কিন্তু পশ্চিমি ঝঞ্ঝা সড়ে গেলে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনাও রয়েছে বঙ্গে।

কিন্তু ডিসেম্বরের শেষে দিকেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে, তবে শীতের স্থায়িত্ব যে বেশি দিন থাকবে না তা একপ্রকার নিশ্চিত। যেহেতু পশ্চিমি ঝঞ্ঝা বার বার বাধা হয়ে দাঁড়াচ্ছে তাতেই মন খারাপ শুরু হয়েছে বঙ্গবাসীর।

যদিও বুলবুল সরে যাওয়ার পর থেকে আবহাওয়ার উন্নতির সঙ্গে সঙ্গে ঠান্ডার আমেজ শুরু হয়েছিল কিন্তু পাকাপাকি ভাবে এই সপ্তাহ থেকে শীতের আমেজ আসার কথা ছিল অবশেষে বুধবার এক লাফে দু ডিগ্রি তাপমাত্রা নামলেও। যা স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও কম, সাত সকালে ঠান্ডার আমেজ পেয়ে যথেষ্টই খুশি বঙ্গবাসী।

বুলবুলের তাণ্ডবের পর রাজ্যে সকালের দিকটা এবং সন্ধের দিকে ঠান্ডার প্রভাব লক্ষ্য করা গেছে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে গিয়েছিল।

সম্পর্কিত খবর