বাংলা হান্ট ডেস্ক : দেশের আর্থিক দুরাবস্থার কথা কারোরই অজানা নয়। বিশেষ করে দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার যেভাবে কমেছে তা নিয়ে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। কারণ এর আগে কখনোই এতটা কম হয়নি জিডিপি বৃদ্ধির হার। এমনকি বিশ্ব অর্থনীতিতে ভারতের এই অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে তাই চলতি বছরে নতুন করে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সম্ভব নয় বলেও জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
দেশের আর্থিক মন্দা নিয়ে বুধবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার বেঙ্গল কনক্লেভে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে বিনিয়োগের উপযুক্ত জায়গা বলে উল্লেখ করেন পাশাপাশি যেভাবে দেশে বেকারদের হার বেড়েছে সেই প্রসঙ্গ তুলে ধরে রাজ্যে বিনিয়োগ আদর্শ গন্তব্য বলে জানান মমতা।
শিল্প এবং বিদেশি বিনিয়োগের হার ভারতে নিম্ন পরেও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের উন্নয়ন নিয়ে ভূয়সী প্রশংসা করে বাম আমলে রাজ্য সরকার আর্থিক ভাবে পিছিয়ে ছিল বলেও মন্তব্য করেছেন মমতা এবং তাঁর আমল অর্থা তৃণমূল সরকারের আমলে তার যে আর্থিক জিডিপি বৃদ্ধির হার অনেকটাই ভালো বলে জানান তিনি।
রাজ্যের দারিদ্রের পরিমাণ অনেকটাই কম,এর অর্থ আমরা কাজ করছি- বলেন মমতা। আসলে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সহ অন্যান্য জনকল্যাণমুখী কর্মসূচির সূচনা করেছেন সেক্ষেত্রে উপকৃত হচ্ছেন রাজ্যের কোটি কোটি মানুষ।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার