মধুচন্দ্রিমার ছবি শেয়ার করলেন ‘হানিমুনার্স’ সৃজিত-মিথিলা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে যাদের বিয়ে নিয়ে জোর চর্চা চলছিল তাদের মধ্যে পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশী অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার নাম তালিকার একেবারে প্রথমে থাকবে। অবশেষে গত শুক্রবার সব গুঞ্জন সত্যি করে চার হাত এক হয় সৃজিত-মিথিলার।

বিয়ের পরদিনই অর্থাৎ শনিবার সুইজারল্যান্ড উড়ে যান তাঁরা। জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পূর্ণ করবেন মিথিলা। করতে হবে তারই ফর্মফিলাপ। এছাড়াও এর সঙ্গে টুক করে মধুচন্দ্রিমাটাও হয়ে যাবে। সেই উদ্দেশ্যেই তড়িঘড়ি এই যাত্রা। এবার নিজেদের মধুচন্দ্রিমার ছবি শেয়ার করলেন নবদম্পতি।

https://www.instagram.com/p/B55WOUOpN0L/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B59xC6wpo67/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B5-q4AMpTW3/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B52oV_Zp-QJ/?utm_source=ig_web_copy_link

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মধুচন্দ্রিমার ছবি শেয়ার করেন সৃজিত। পাশাপাশি মিথিলাও পোস্ট করেছেন হানিমুনের ছবি। ক্যাপশনে লিখেছেন, “হানিমুনার্স”। মিথিলার পিএইচডির কথাও ছবিতে উল্লেখ করেছেন পরিচালক। সুইজারল্যন্ড গিয়ে আগেই স্ত্রীর পিএইচডির রেজিস্ট্রেশন করান সৃজিত। তারপরেই শুরু ঘোরাঘুরি। জানা গিয়েছে, গোটা এক সপ্তাহ শুধু দুজনে মিলেই কাটাবেন তাঁরা। তারপর কলকাতায় ফিরেই অবশ্য রয়েছে অনেক কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে সৃজিতের আগামী ছবি। মিথিলাও ব্যস্ত হয়ে পড়বেন নানা কাজে। তাই এই মুহূর্তগুলো চুটিয়ে উপভোগ করে নিতে চান দুজনেই।

https://www.instagram.com/p/B58Il4_hJV4/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B5-owWGhqD7/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B5-ulSlB9Sr/?utm_source=ig_web_copy_link

গত শুক্রবার দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেন সৃজিত মুখার্জি ও মিথিলা। সাজপোশাক থেকে অনুষ্ঠান সবই একবারে ঘরোয়া রীতিতেই করা হয়েছিল এদিন। বলা যায় একপ্রকার চুপিসারেই বিয়ে সারেন তারকা দম্পতি। হাজির ছিল মিথিলার প্রথম পক্ষের মেয়ে আইরাও। তাকে মাঝে নিয়ে ছবিও তোলেন নবদম্পতি। তবে সৃজিত-মিথিলা জানান, কয়েক মাস পরেই বড় করে পার্টি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

X