দ‍্য কপিল শর্মা শো’তে আর থাকছেন না কপিল, জানালেন সলমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আগামী সিজন থেকে আর দেখা যাবেনা কপিল শর্মা কে। দ‍্য কপিল শর্মা শো থেকে তাকে বাদ দিতে চলেছেন সলমন খান। সম্প্রতি কপিলের অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন অভিনেতা।


হইহই করে চলছে সলমন খান ও সোনাক্ষী সিনহার আগামী ছবি ‘দাবাং থ্রি’র প্রমোশন। সেই উপলক্ষে সলমন ও সোনাক্ষী দলবল নিয়ে হাজির হয়েছিলেন দ‍্য কপিল শর্মা শোতে। এই দলের মধ‍্যে ছিলেন সাঈ মঞ্জরেকর, প্রভু দেবা, কিচ্চা সুদীপ ও সলমনের ভাই আরবাজ খান।
ছবি নিয়ে কথা ও হাসি ঠাট্টা ভালই চলছিল। এরপরই হঠাৎ কপিল বলে বসেন, দাবাং সিরিজের প্রথম ছবিতে শুধুমাত্র একজন অভিনেতা ছিলেন সলমন। দ্বিতীয় ছবিতে অভিনয়ের সঙ্গে প্রযোজনার দায়িত্বও নেন। এবার তৃতীয় ছবিতে তিনি লেখকও হয়ে গিয়েছেন‌। তাহলে চতুর্থ ছবিতে কার চাকরি নিতে চলেছেন ভাইজান? উত্তরে সলমন জানান, কপিলের চাকরিটাই নিয়ে নিতে চলেছেন তিনি। পরবর্তী সিজন থেকে আর কপিলকে দেখা যাবে না এই শোতে। সলমনের এই মজার উত্তরে হাসির রোল ওঠে দর্শকদের মধ‍্যে। এমনকি কপিলও হাসতে শুরু করে দেন।

দাবাং সিরিজের তৃতীয় ছবি দাবাং থ্রি। ছবির পরিচালনা করেছেন প্রভু দেবা। এই ছবির মাধ‍্যমে বলিউডে প্রবেশ করছেন সাঈ মঞ্জরেকর। খলনায়কের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা কিচ্চা সুদীপ। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে দাবাং থ্রি।

X