ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ছিল চেন্নাইয়ে। আর এই ম্যাচের শুরুতেই ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটে। প্রথমেই আউট হয় ওপেনার লোকেশ রাহুল মাত্র 6 রানে ফিরে যায় তিনি। তারপরে ক্রিজে আসেন বিরাট কোহলি কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেন নি, ব্যক্তিগত 4 রান করে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট কোহলি। তারপর ভারতের রান যখন 80 সেই সময় আউট হয়ে ফিরে যান রোহিত শর্মা। রোহিত শর্মা আউট হওয়ার পর ক্রিজে আসেন তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ।
যখন মাত্র 80 রানে 3 উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল। সেই সময় শ্রেয়স আইয়ারের সাথে ম্যাচের হাল ধরেন ঋষভ পন্থ এবং খুব সুন্দর একটি পরিণত ইনিংস খেলেন তিনি। ভেবেচিন্তে ব্যাটিং করেন পন্থ এবং শ্রেয়স আইয়ারের সাথে 114 রানের পার্টনারশিপ করে ভারতকে একটি বড় টোটালের দিকে নিয়ে যায়। শুরুর দিকে ভারতের ব্যাটিং পরিস্থিতি খারাপ থাকায় কিছুটা সময় নিয়ে ব্যাটিং করেন পন্থ, শেষের দিকে একটু দ্রুত ইনিংস খেলেন। এইদিন ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ 71 রানের ইনিংস খেলেন পন্থ।
এইদিন পন্থ যখন ক্রিজে আসেন তখন বেশ কিছুটা সময় খেলে ফেলেছেন শ্রেয়স আইয়ার। তাই পন্থকে ক্রিজে সেট হওয়ার জন্য সময় দেন শ্রেয়স আইয়ার। শুরুতে কিছুটা সময় নিয়ে ভালোভাবে সেট হয়ে যান পন্থ আর তারপর ধীরে সুস্থে একের পর এক দুর্দান্ত খেলেন পন্থ। পন্থের এই ইনিংস কে একটি পরিপূর্ণ ইনিংস বলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। লক্ষ্মনের কথায় এই পরিস্থিতিতে ঠিক যেমনটা খেলার দরকার ছিল ঠিক তেমনভাবে ব্যাটিং করে ভারতের এগিয়ে নিয়ে গিয়েছেন পন্থ।