‘বোমা রাখা রয়েছে সলমনের বাড়িতে’, পুলিসকে চ‍্যালেঞ্জ জানিয়ে উড়ো চিঠি

বাংলাহান্ট ডেস্ক: বিষ্ফোরণে উড়ে যাবে সলমন খানের বাড়ি। আটকানোর ক্ষমতা থাকলে আটকান। এই মর্মে চিঠি দিয়ে চ‍্যালেঞ্জ জানানো হল মুম্বই পুলিসকে। ভুয়ো হুমকি দেওয়া ও চাঞ্চল‍্য ছড়ানোর অভিযোগে উত্তর প্রদেশের এক কিশোরকে গ্রেফতার করে পুলিস।

images 44 1
জানা গিয়েছে, গত ৪ ডিসেম্বর মুম্বই পুলিসের কাছে একটি মেল আসে। সেখানে বলা হয়, সলমন খানের বান্দ্রার বাড়িতে বোমা রাখা রয়েছে। ২ ঘন্টার মধ‍্যে বিষ্ফোরণ হবে। কারওর ক্ষমতা থাকলে আটকে দেখান।  মেল পেয়েই তড়িঘড়ি অভিনেতার বাড়িতে পৌঁছায় এক আধিকারিকের নেতৃত্বে মুম্বই পুলিসের একটি দল।
বম্ব স্কোয়াডের মাধ‍্যমে সলমনের বাড়ির আনাচে কানাচে তন্ন তন্ন করে তল্লাশি চালায় পুলিসের দল। কিন্তু কোনও বোমাই খুঁজে পাওয়া যায়নি। এরপর পুলিসের তরফে জানানো হয় যে, সারা বাড়ি ভাল করে খোঁজা হলেও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। ওই মেলটি ভুয়ো বলেও জানানো হয় পুলিসের তরফে। এরপরই তল্লাশি চালিয়ে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে এক বছর ষোলোর কিশোরকে। তার ওপর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘দাবাং থ্রি’র প্রচারে ব‍্যস্ত রয়েছেন সলমন খান। প্রভু দেবার পরিচালনায় এই ছবি মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। সলমন ছাড়াও এই ছবিতে রয়েছেন সোনাক্ষী সিনহা, কিচ্চা সুদীপ ও সাঈ মঞ্জরেকর।

Niranjana Nag

সম্পর্কিত খবর