রাহুল গান্ধীকে প্রকাশ্যে মারার প্রতিশ্রুতি দিলেন সাভারকারের নাতি রঞ্জিত

বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্রে মহা নাটকের যবনিকা পতন হয়েও হল না, সরকার গঠন করার লোভে বিজেপির সঙ্গে এনডিএ জোট ত্যাগ করেছে উদ্ধব ঠাকরের দল শিবসেনা। বদলে কংগ্রেস এবং এনসিপি র সঙ্গে জোট বেঁধেছেন কিন্তু তাতেও যেন ঝামেলা ঝঞ্ঝাট কিছুতেই সঙ্গ ছাড়ছে না মহারাষ্ট্রের। তাই তো এবার সরাসরি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে রাহুল গান্ধীকে প্রকাশ্যে মারার পরামর্শ দিলেন সরকারের নাতি রঞ্জিত। কিন্তু কেন?

এ প্রসঙ্গে বলতে গিয়ে বিনায়ক দামোদর সরকারের নাতি রঞ্জিত সরকার জানিয়েছেন রাহুল গাঁধী নাকি বারবার মিথ্যা অভিযোগ তুলেছেন, তাঁর ঠাকুরদা অর্থাত্ বিনায়ক দামোদর সাভারকর কখনওই ব্রিটিশদের কাছ থেকে ক্ষমা চাননি। শুধুমাত্র তাঁর ঠাকুরদা জেল থেকে মুক্তি পাওয়ার পর ব্রিটিশদের দেওয়া শর্ত মেনে নিয়েছিলেন, পাশাপাশি রঞ্জিত আরও জানিয়েছিলেন তাঁর ঠাকুরদার কোনদিন ব্রিটিশের আনুগত্য স্বীকার করেননি।ranjitsavarkarani 663 7

   

আর তাই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কথা অনুযায়ী এবার প্রকাশ্যে রাহুল গাঁধীকে মিথ্যা কথা বলার জন্য এবং অপমান করার জন্য মারধর করার আর্জি জানালেন। তবে শুধুমাত্র ব্রিটিশদের কাছ থেকে বিনায়ক দামোদর সাভারকর ক্ষমা চেয়েছেন এমনটা বলেই ক্ষান্ত থাকেননি উন্নাও এবং হায়দরাবাদ গণধর্ষণ ও খুন কাণ্ডের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে

আক্রমণ করতে গিয়ে সরকার কথাটিই তুলে নিয়েছিলেন রাহুল গাঁধী তখন তিনিই বলেছিলেন আমার নাম রাহুল গাঁধী রাহুল সাভারকার নয়, এবং তিনি সত্যিই বলার জন্য কখনওই কোনও ভাবে ক্ষমা চাইবেন না বলে জানান রাহুল গাঁধী।

সম্পর্কিত খবর