সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তোলপাড় দেশ জুড়ে, অগ্নিগর্ভ পরিস্থিতিতেই বিদেশে পাড়ি দিলেন রাহুল গাঁধী

বাংলা হান্ট ডেস্ক : সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল যখন পেশ করা হয়েছিল ঠিক তখন সর্বাগ্রে বিরোধিতা করেছিল কংগ্রেস। তাই নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়নের পর কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা বিরোধী দলগুলির মতোই প্রতিবাদে সরব হয়েছে। ইতিমধ্যেই জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর হেনস্থার প্রতিবাদে ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদে সামিল হয়েছেন প্রিয়াঙ্কা।

তবে দেশ জুড়ে এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিদেশে পাড়ি দিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী, জানা গিয়েছে দলের সভাপতি পদে ফেরানোর জন্য যখন দলের তরফে চেষ্টা চলছে ঠিক তখনই রবিবার দক্ষিণ কোরিয়ায় পাড়ি দিয়েছেন রাহুল।রাহুলের এই বিদেশ যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তাই বিরোধীরা যখন রাষ্ট্রপতির কাছে আবেদন জানাতে যাচ্ছেন ঠিক তখন রাহুল গাঁধী কোরিয়াতে কেন? প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আর ঠিক সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাহুল টুইটে জানিয়েছেন দলের অঙ্গ হয়েই তিনি দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও অন্য আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন।congress president rahul gandhi file photo ians 782938 1

এমনিতেই রাহুল গাঁধীর সভার কার নানা মন্তব্যের ঝড় উঠেছে দেশজুড়ে ঠিক সেই পরিস্থিতিতে দলের হয়ে বিদেশ যাওয়া নিয়ে কিন্তু কোন গুঞ্জন ছড়াচ্ছে না। রাহুল গাঁধী ফিরবেন কবে?এই প্রশ্নের উত্তর যদিও এখনও স্পষ্টভাবে জানা যায়নি কিন্তু কংগ্রেসের এক সূত্র বলছে 28 ডিসেম্বর তারিখে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের আগেই তিনি দেশে ফিরতে পারেন।

অন্যদিকে বিনায়ক দামোদর সাভারকরের ব্রিটিশদের কাছ থেকে ক্ষমা চাওয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর নাতি রঞ্জিত সভারকার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে প্রকাশ্যে রাহুল গাঁধীকে মারধর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্পর্কিত খবর