যুবতী মেয়েকে কোলে বসিয়ে লিপ কিস করেন লজ্জা করেনা! মহেশ ভাটকে ঝাড়লেন কঙ্গনার দিদি রঙ্গোলি

বাংলাহান্ট ডেস্ক: জামিয়া মিলিয়া বিশ্ববিদ‍্যালয়ের পড়ুয়াদের ওপর পুলিসের লাঠিচার্জ নিয়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে সারা দেশে। কয়েকজন বলি তারকাকেও দেখা গিয়েছে পড়ুয়াদের পাশে দাঁড়াতে। টুইটারে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অভিনেতা সুশান্ত সিংকে জামিয়া কাণ্ডের প্রতিবাদ করার জন‍্য ‘সাবধান ইন্ডিয়া’ শো থেকে বহিষ্কৃত করা হয়েছে। অপরদিকে এতসবের মাঝেও আশ্চর্যজনকভাবে চুপ বলিউডের প্রথম সারির তারকারা।

টুইটারে নিজের ক্ষোভ ব‍্যক্ত করেছেন পরিচালক মহেশ ভাটও। সারদা দেবীর একটি উক্তি উল্লেখ করে তিনি লেখেন, ‘ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন’। তিনি আরও লেখেন, ‘এই আইন একেবারেই দুর্বল ও মনুষ‍্যত্ব রক্ষা করতে সক্ষম’।
পরিচালকের এই টুইটের উত্তরে তাঁকে কটু আক্রমণ করেছেন কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল। তাঁর টুইট শেয়ার করে রঙ্গোলি লেখেন, ‘ভাট সাহেব বই পড়ে আমরা শুধু বড় বড় কথা শিখতে পারি, বড় হতে পারি না। যুবতী মেয়েকে এইভাবে কোলে বসিয়ে চুম্বন করে ফটো তোলান, মানুষ নিজের কাজের মাধ‍্যমেই মহান হয়, নিজের দেশের জন‍্য কি করেছেন আপনি?’

https://twitter.com/Rangoli_A/status/1206520193838567424?s=19

অবশ‍্য রঙ্গোলির এই আচরণ নতুন নয়। এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এই ঘটনাতেও নেটিজেনরা অনেকে সমর্থন করেছেন রঙ্গোলিকে। আবার একাংশ সমালোচনাও করেছেন তাঁর। তবে এখনও পর্যন্ত মহেশ ভাট এই বিষয়ে মুখ খোলেননি।

images 11 8

রবিবার জামিয়া মিলিয়ার পড়ুয়াদের ওপর দিল্লি পুলিসের লাঠিচার্জের ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। জেএনইউএর পড়ুয়ারাও পাশে দাঁড়িয়েছে জামিয়ার পড়ুয়াদের। রবিবার সারারাত দিল্লি পুলিসের সদর দফতর ঘেরাও কর্মসূচী চালায় তারা।


Niranjana Nag

সম্পর্কিত খবর