বাংলাহান্ট– আবারো তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, এবার পঞ্চায়েত অফিসে তালা মেরে নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রতিনিধিরা।নদীয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বৃহস্পতিবার দলীয় পতাকা হাতে নিয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দারা এবং পঞ্চায়েত সদস্যরা। তাদের দাবি, বেশ কয়েক মাস ধরেই দুর্নীতি চলছে বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে।
100 দিনের কাজে গিয়ে পরিমান মত কাজ করলেও, মজুরি আসে কখনো 25 টাকা আবার কখনো 30 টাকা। অথচ অন্যান্য পঞ্চায়েতের ক্ষেত্রে একই পরিমাণ কাজের মজুরি অনেক বেশি। মূলত এই অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখাতে থাকেন ওই এলাকার স্থানীয় মহিলারা। এর পাশাপাশি বেশকিছু তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের দাবি, বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাদের কোনো সহযোগিতা করছে না। মূলত বিজেপির পঞ্চায়েত সদস্যদের বেশি প্রাধান্য দিয়ে সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের অধীনে থাকলেও কেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ঠিকমত সুযোগ-সুবিধা পাবে না তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ।
প্রশাসনের তত্ত্বাবধানে প্রাথমিকভাবে পঞ্চায়েত অফিসের তালা খুলে দেওয়া হয়। যদিও বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান।
তার দাবি পঞ্চায়েতে সুস্থ এবং সঠিকভাবেই কাজ চলছে। এর পেছনে বিরোধীদের চক্রান্ত থাকতে পারে বলে তিনি দাবি করেছেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার