চন্দ্র অভিযানের ধাক্কা ছিল প্রথমবার, এ বার আরও বড় ধাক্কা খাবে: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক : একদিকে বিজেপি সরকার কেন্দ্রে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করতে মরিয়া আর অন্য দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনও প্রকারে রাজ্যের সেই আইন কার্যকর বন্ধ করতে উঠে পড়ে লেগেছেন। তাই তো কোমর বেঁধে প্রতিবাদ কর্মসূচিতে নেমেছেন। আর এভাবেই প্রতিবাদ কর্মসূচির মঞ্চ থেকে এক এক করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন মুখ্যমন্ত্রী। কখনও তাঁর মৃতদেহের ওপর দিয়ে রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করতে হবে আবার কখনও প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী

তবে এবার নাগরিকত্ব আইনের বিরোধিতা করে ভারতের চন্দ্র অভিযানের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তাই টানা তিন দিন ব্যাপী প্রতিবাদ পদযাত্রার পর বৃহস্পতিবার রানি রাসমণি রোডের কর্মসূচির সভা মঞ্চ থেকেই বিজেপিকে তোপ দেগে বললেন চন্দ্র অভিযানের ধাক্কা ওটা ছিল প্রথম ধাক্কা এর থেকে বড় ধাক্কা অপেক্ষা করছে। তাঁর কথায় চন্দ্র অভিযান বিজেপি নেতাদের মগধে মরুভূমি হয়েছে।mamata rally 1200 caa sashi

এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন দেশবাসী সকলেই চাঁদে কবে চন্দ্রাযান ছবি তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল, পাশাপাশি তিনি আরও বলেন জনগণ বৈজ্ঞানিকদের চেয়েছিল আপনাদের চাইনি। একই সঙ্গে তিনি আরও বলেন আমরা চাই বৈজ্ঞানিকরা সাফল্য পান। যদিও এখানেই থেমে থাকেননি আইনের বিরোধিতা করে মানুষকে ধাক্কা দিলে নিজেকে ধাক্কা খেতে হবে বলেও কটাক্ষ করেন তিনি।

এমনিতেই বৃহস্পতিবার রাষ্ট্রসঙ্ঘের নজরদারিতে নাগরিকত্ব সংশোধনী আইনে গণভোটের দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেখানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা কোনো সম্প্রদায় থাকবে না। শুধুমাত্র কত লোকে নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি মানছে তা জানতে হবে। যদিও রাষ্ট্রসংঘে নজরদারিতে পশ্চিমবঙ্গে গণভোটের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।

তিনি আবার গণভোটের মাধ্যমে কত লোক মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান তাও জানার কথা বলেন। এক কথায় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্যে শাসক শিবির এবং বিরোধী শিবিরে জোর তরজা শুরু হয়েছে।

সম্পর্কিত খবর