বাংলা হান্ট ডেস্ক : আবারও দ্বিতীয় বারের জন্য হায়দেরাবাদ তরুনী পশু চিকিত্সক খুন ও ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ময়না তদন্তের নির্দেশ দিল তেলেঙ্গানা হাইকোর্ট। যদিও এর আগে এনকাউন্টারের পরেই প্রথমবার ওই নিহত চার অভিযুক্তের দেহ ময়নাতদন্ত করা হয়েছিল। কিন্তু এবার আবারও শনিবার তেলেঙ্গানা হাইকোর্টের তরফে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়।
সোমবার বিকেল পাঁচটার মধ্যে দ্বিতীয় বারের জন্য ময়না তদন্ত শেষ করে রিপোর্ট আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতিদের নির্দেশে তেলেঙ্গানা হাইকোর্টে মামলা চলার নির্দেশ দেওয়া হয়েছে। তাই শনিবার হায়েদরাবাদ এনকাউন্টারের ঘটনার মামলার শুনানিতে তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি ওই চার অভিযুক্ত মহম্মদ আরিফ, নবীন, শিবা, চেন্নাকেশাভুলুর দেহ ফের ময়নাতদন্ত করতে হবে বলে জানিয়ে দেয়।
উল্লেখ্য, ২৭ নভেম্বর বুধবার রাত্রিবেলা বাড়ি ফেরার পথে ওই মহিলা পশু চিকিত্সককে গণধর্ষণ করে খুন করে ওই চার অভিযুক্ত। এর পর ওই অভিযুক্তদের নিয়ে ফাস্ট ট্র্যাক আদালত তৈরি করে শীঘ্রই সুবিচার পাওয়ার আশ্বাস দিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।
কিন্তু তার আগেই ঘটনার পুনর্নির্মাণ করার জন্য ওই চার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলে পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি হয় এবং পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে চার অভিযুক্তর তখনই তাঁদের এনকাউন্টার করে পুলিশ। এই ঘটনার পর গোটা দেশ জুড়ে শুভেচ্ছার বার্তা হয়েছে তবে অনেকেই পুলিশের এই কাজকে সমর্থন করেননি।