বাংলা হান্ট ডেস্ক : অবৈধভাবে প্রবেশ রুখতে ইতিমধ্যেই পরিচয়পত্র নকল করণ যাতে কোনও ভাবেই না করা যায় তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সীমান্তের মধ্য দিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ভারতে অবাধে প্রবেশ করতে পারতেন অনুপ্রবেশকারীরা। যদিও তা বন্ধ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও দেশ জুড়ে যখন নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে লাগাতার আন্দোলন চলছে ঠিক তখনই ধানবাদ স্টেশনে ভুয়ো আধার কার্ড ও ভারতীয় ভোটার কার্ড সহ এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ।
এক কথায় আবারও নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে, শনিবার বিকেলে ধানবাদ স্টেশনে ওই ভুয়ো পরিচয়পত্র বাংলাদেশকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে রেল স্টেশনে টিকিট চেক করার সময় বিনা টিকিটে ভ্রমণ করার জন্য ওই বাংলাদেশিকে প্রথমে আটক করা হয়। তার পর তাঁর নাম ঠিকানা জানতে তিনি বলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা তিনি তবে তার কাছে থাকা বাংলাদেশি পাসপোর্ট ধরা পড়ে টিটির কাছে। তার পর রেল পুলিশের কাছে খবর দেন ওই টিটিই।
এরপর মোহাম্মদ বেলাল নামের ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তাঁকে জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, বাংলাদেশের সিলেট জেলার তেজপুরের বাসিন্দা ওই ব্যক্তি। আমার দাদা লখনৌ কারাগারে বন্দি তাই দাদার সঙ্গে দেখা করতে আসতে কলকাতায় যাচ্ছিলেন ওই ব্যক্তি। পাশাপাশি জানা যায় উত্তর চব্বিশ পরগনা থেকে জাল আধার ও ভারতীয় ভোটার কার্ড বানিয়েছে সেই।
আপাতত তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, সীমান্ত দিয়ে যখন অনুপ্রবেশকারীদের রুখতে এবং প্রবেশ বন্ধ করতে নিরাপত্তা বাহিনীদের বার বার সতর্ক করা হচ্ছে তাঁর সত্ত্বেও কী ভাবে তিনি দেশে ঢুকলেন? দেশ জুড়ে যখন সংশোধিত নাগরিকত্ব আইন এর প্রতিবাদে ঝড় উঠেছে ঠিক তখনই রাজ্যে অনুপ্রবেশের ঘটনা কার্যত তোলপাড় শুরু করেছে রাজ্যে।