শীতকালে রোজ স্নান করাটা জরুরি নয়, বরং মাঝেমধ্যে স্নান না করাটাই ভালো, বলছে গবেষণা

বাংলা হান্ট ডেস্ক : উত্তুরে হাওয়ার কনকনে অনুভূতি মনে প্রাণে অনুভব করছেন সকলে। ইতিমধ্যেই শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে কলকাতায়। শীতে যারা নিয়মিত স্নান করেন না তাদের কে সাধারণত আমরা ব্যঙ্গ করে থাকি। কিন্তু আমাদের ধারণা উড়িয়ে দিয়ে গবেষণা বলছে, শীতকালে রোজ স্নান না করাই স্বাস্থ্যের পক্ষে ভালো।

IMG 20191222 WA0054

আমাদের ধারণা, শরীরের ময়লা না জমতে দেওয়ার জন্য স্নান করাটা জরুরি। কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞরা দাবি করেছেন, শীতকালে নাকি শরীরে কিছু ভালো ব্যাকটেরিয়া জন্ম নেয় যেগুলি ত্বককে টক্সিন এর হাত থেকে রক্ষা করে।

নিয়মিত স্নান এর ফলে সেই ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। এবং আপনার ত্বক খসখসে ও ফ্যাকাসে হয়ে যায়। তাই যারা নিয়মিত স্নান করেন না তাদের ত্বক তুলনামূলকভাবে বেশি কোমল ও লাস্যময়।

হ্যাঁ, তাই বলে যে আপনি সারা শীতকাল জুড়ে স্নানই করবেন না এমনটা কিন্তু নয়। তবে মাঝে মাঝে ডুব দিতে পারেন স্নানের থেকে। এটা মন্দ কিছু নয়। অনিয়মিত স্নানের জন্য এতদিন তারা লজ্জা পেতেন তারা এবার সেই লজ্জা থেকে মুক্ত হয়ে যান।

সম্পর্কিত খবর