বাংলা হান্ট ডেস্ক : কথাতেই আছে মেধার কোনো বাধা নেই। তাই সঠিক প্রস্তুতি ও অনুশীলন করলে অনেক দূর অবধি যাওয়া কোনো ব্যাপার নয়। তেমনি এক জন অনুলগ্না। মাত্র দশ বছরের মেয়ে অনুলগ্না তাই এবার দেশের বুকে এক উজ্জ্বল নাম হয়ে উঠল। নিজস্ব মেধা ও প্রতিভার পরিচয় দিয়ে এখন সে দেশের সেরা তালিকায় রয়েছে।
রবিবার সর্বভারতীয় অ্যারিথমেটিক জিনিয়াস প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করল বেলঘড়িয়ার অনুলগ্না। রাষ্ট্রীয় গণিত দিবসে চেন্নাইয়ের পাটিগনিতের ওপর যে প্রতিযোগিতা হয়েছিল তাতে মাত্র দশ মিনিটে ৩০০ টি অঙ্ক করে নজির গড়েছে বেলঘড়িয়া অ্যাডামাস ইন্টারন্যাশানাল স্কুলের চতুর্থ শ্রেনীর পড়ুয়া অনুলগ্না বসু।
রাজ্য স্তরের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করার পর জাতীয় স্তরে নির্বাচিত হয়। আর তারপরেই ভারতের কুড়িটি রাজ্যের মতো বাংলা থেকে ৯ জন সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আর তাদের মধ্যে সাফল্য পেয়েছে অনুলগ্না। যদিও শুধুমাত্র পড়াশুনা নয় ক্যারাটে, সাঁতারেও যথেষ্ট পারদর্শী।