বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সৌরভ গাঙ্গুলী একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে চলেছেন ভারতীয় ক্রিকেটের উন্নয়নের জন্য। সৌরভ গাঙ্গুলীর হাত ধরে দেশের মাটিতে প্রথম দিনরাত্রি টেস্ট খেলেছে ভারত। আর এবার ভারত ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটে উন্নতির পরিকল্পনা করছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
এবার সৌরভ গাঙ্গুলির পরিকল্পনায় চারটি দেশ নিয়ে চতুর্দেশীয় টুনামেন্ট করার ভাবনা। এই টুর্নামেন্টের থাকবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আরো একটি দেশ। এখনও পর্যন্ত সেই দেশের নাম স্থির না হলেও এই টুর্নামেন্টে করার ব্যাপারে মোটামুটি পরিকল্পনা সেরে ফেলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। 2021 সালে এই টুর্নামেন্টের প্রথম বল গড়াবে ভারতের মাটিতে।
এর আগে আইসিসির তরফ থেকে এই রকম একটি “সুপার সিরিজ” করার পরিকল্পনা দেওয়া হয়েছিল, আইসিসির তরফে জানানো হয়েছিল 2023 সাল থেকে 2031 সাল পর্যন্ত প্রতি বছর একটি করে সুপার সিরিজ করা হবে। কিন্তু সেই সময় আইসিসির পরিকল্পনায় সাড়া দেয়নি ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ফলে সেই সময় আইসিসির সেই “সুপার সিরিজ” করার পরিকল্পনা বাস্তবায়িত হয় নি।
এবার সুপারিশ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সাংবাদিক সম্মেলনে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন এই ব্যাপারে অল্প বিস্তর আলোচনা হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে। তারাও ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ছাড়া আর কোন দেশ এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এই ব্যাপারে খুব তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।