ধুমধুমার নয়, তান্ডব নয়, নাগরিকপঞ্জি বিলের সমর্থনে জনস্রোতে ভাসলো কলকাতা, শান্তির বার্তা দিয়েছিল মোদি

বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। 370 ধারা খতমের পর থেকে যেন একটা আবহাওয়া শুরু হয়েছিল আর সেই আবহাওয়াকে এগিয়ে নিয়ে গেল এই বিল। কিন্তু এই বিল রাজ্যসভা ও লোকসভায় আইনে পরিণত হয়েছে কিন্তু সেখানে সংবিধানকে কোথাও ক্ষুন্ন করা হয়েছে বলে মনে করছে না বিশেষজ্ঞ মহলের অনেকাংশ। তবে বিরোধীরা কোন অস্ত্র দিয়ে শাসক দল বিজেপি কে ঘায়েল করতে চাইছে তা অনেক মানুষেরই বর্তমানে জানা। আর এই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী মোদী কাল দিল্লির রামলীলা ময়দান থেকে একটি সুর বেঁধে দিয়েছিল। আর সেই সুরে সুর মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কেঁপে উঠল এক অন্য সুরে। যেখানে নাগরিকত্ব বিল কে সমর্থন করে পথে নেমেছে এক বিশাল জন্ সমুদ্র।

আদিবাসী নৃত্য, ছৌ, মুখোশ পরে নাচ, বাউল, কয়েকশ ঢাক, খোল, কর্তাল, দোতারা.. সবমিলিয়ে রঙিন সেই মিছিল। মহানগরের উপর দিয়ে যেন বয়ে চলেছে গেরুয়া স্রোত! স্মরণকালের মধ্যে কলকাতায় বিজেপি তথা গেরুয়া শিবিরের এত বড় মিছিল এই প্রথম। কিন্তু গেরুয়া শিবিরে এই খুশির হওয়া কতক্ষণ থাকবে তা সময় বলবে কারন বিরোধীরা খোঁচা দিতে ছাড়ছে না ঝাড়খণ্ডের সদ্যপ্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে।

IMG 20191223 WA0002

বিজেপির এদিনের মিছিল নিয়ে এখনও পর্যন্ত কোনও অশান্তির খবর নেই। বরং শান্তিপূর্ণ ভাবেই তা চলছে। মিছিলের স্লোগানে নাগরিকত্ব আইন পাশের সপক্ষে জোরালো স্লোগান যেমন রয়েছে, তেমন রয়েছে রাম মন্দিরের নামে স্লোগানও। দৃশ্যতই উদযাপনের বাতাবরণ।  অন্যদিকে এই মিছিল কিন্তু কয়েকদিন আগের সেই নাগরিকত্ব বিলের বিরুদ্ধে হওয়া মিছিলের চেয়ে একেবারেই উলটপুরাণ। কারণ এখানে নেই কোন হিংসা নেই কোন দলাদলি নেই কোন লাইনে আগুন লাগানো মতো ঘটনা। এটা ছিল পুরোপুরি শান্তিপূর্ণ মিছিল।

দুপুর সওয়া দুটো নাগাদ মধ্য কলকাতার ওয়েলিংটন থেকে শুরু হল সেই পদযাত্রা। হুড খোলা জিপের মাথায় বিজেপির কার্যকরী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ও সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর