মমতা সংকীর্ণ রাজনীতি করেন, কটাক্ষ জে পি নাড্ডার

বাংলা হান্ট ডেস্ক : একের পর এক মুখ্যমন্ত্রীকে কটাক্ষের বানে জর্জরিত করছেন বিজেপি নেতৃত্বরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় থেকে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র কিংবা দিলীপ ঘোষ কেউই নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানাতে ভোলেননি।রাজ্যে কোনও ভাবেই নাগরিকত্ব সংশোধনী আইন চালু করা যাবে না কিন্তু বিজেপি নেতৃত্বদের দাবি রাজ্যে যে কোনও প্রকারে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হবেই। তবে সোমবার বিজেপির অভিনন্দন যাত্রা শেষ করে আবারও একই সুরে রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী হবে বলে জানালেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা।

এমনিতেই রাজ্য সরকারের তরফে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পদযাত্রা এবং প্রতিবাদ সভা হয়েই চলেছে এমনকি মঙ্গলবারও অধিকার লড়াইয়ের দাবিতে পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আগেই সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিজেপির মিছিল শুরু হয়। এ দিন মিছিলে ভিড় ছিল লক্ষণীয়। এর আগে বিজেপির কর্মসূচিকে অনেকটাই পিছনে ফেলে এ দিন মিছিল তথা অভিনন্দন যাত্রায় উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায় মুকুল রায় রাহুল সিনহা সায়ন্তন বসু রাজু বন্দ্যোপাধ্যায় দেবশ্রী চৌধুরী বাবুল সুপ্রিয়, স্বপন দাশগুপ্ত রূপা গঙ্গোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায় সহ ভারতী ঘোষ শঙ্কুদেব পণ্ডা শুভ্রাংশু রায় এবং আরও রাজ্য বিজেপি নেতৃত্বদের মধ্যে অনেকেই।j p nadda ani

অভিনন্দন যাত্রার শেষে বিজেপির তরফে জে পি নাড্ডা ভাষণ দিতে শুরু করেন আর সেই ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুরু করেন নাড্ডা। তিনি বলেন মমতার সংকীর্ণ রাজনীতি করেন এবং সব সময়ই তিনি নিজের সংকীর্ণ রাজনীতিকে তিনি দেশ হিতের চেয়ে বেশি গুরুত্ব দেন।যদিও তিনি এখানেই থেমে থাকেন নাই  স্বাধীনতার এত বছর পরে এসেও প্রতিবেশী দেশগুলিতে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে জানা সত্ত্বেও এত বিরোধিতা কেন? প্রশ্ন তুলে কংগ্রেস নেতৃত্ব সনিয়া গাঁধী এবং রাহুল গাঁধীকেও কটাক্ষ করেন জেপি নাড্ডা।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনমোহন এবং কারাট কী বলেছিলেন সেই হিসেবে কাজ করছে বলেও অভিযোগ তোলেন। এর পর মুখ্যমন্ত্রীকে ব্যাপক কটাক্ষ করে বিজেপির কার্যকরী সর্বভারতীয় সভাপতি এ দিন বলেন মমতার শুধুই বলেন হবে না হবে না তা হলে কী হবে বাবা! একই সঙ্গে ভাষণের শেষে আসন্ন একুশের বিধানসভা নির্বাচনের অন্য এক প্রকার হুঁশিয়ারিও দিয়ে গেলেন জেপি নাড্ডা।

সম্পর্কিত খবর