শীতের সকালে দুর্গাপুরে ব্রিজের তলায় আটকে গেলো বিমান, তারপর লেগে গেল জনগণের হুড়োহুড়ি

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুর্গাপুর (durgapur) শহর থেকে মঙ্গলবার সকালে এক আজব ঘটনা সামনে এলো। দুর্গাপুর শহরে সকাল সকাল একটি ব্রিজের নীচে বিমানকে ফেঁসে থাকতে দেওয়া যায়। দূর থেকে দেখে মনে হচ্ছিল, এই বিমান হাইওয়েতে ল্যান্ড হয়েছে, কিন্তু পাশে গিয়ে অন্য দৃশ্য চোখে পড়ে। ওই বিমানকে একটি ট্রাকের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ট্রাক ড্রাইভার ব্রিজের উচ্চতা ঠিক ভাবে না বুঝতে পেরে ব্রিজের নীচে ঢুকিয়ে দেয়, আর ট্রাক সমেত বিমানের অংশ ব্রিজের নীচে আটকে যায়।

ওই বিমানে এয়ার ইন্ডিয়া লেখা ছিল। এবার এই বিমানের অংশকে ট্রাক সমেত ব্রিজের নীচ থেকে বের করার চেষ্টা চলছে। কিছুদিন আগেও এরকম একটি ঘটনা সামনে এসেছিল, তখন অনেক চেষ্টার পর ওই ট্রাক আর বিমানকে ব্রিজের তলা থেকে বের করা হয়।

চীনের হার্বিন শহরে এইরকম ভাবে বিমান পুলের নীচে আটকে গেছিল। এরপর এক্সপার্টের টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়। অনেক শলা পরামর্শের পর বুদ্ধি পাকিয়ে টায়ারের হাওয়া কমিয়ে ট্রাক সমেত বিমানকে ব্রিজের তলা থেকে বের করা হয়। ট্রাকের টায়ার অনেক উচু ছিল বলেন, হাওয়া বের করে এই কাজ করা সম্ভব হয়।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর