ঐতিহাসিক গ্রহণ দেখায় বাধ সেধেছে মেঘ, মন খারাপের ট্যুইট করলেন মোদী

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ২৬ ডিসেম্বর তারিখে ১৭২ বছর পরে ঐতিহাসিক সূর্যগ্রহণ হয়েছে। যেটি বিরলতম বলা চলে। আজ অর্থাত্ বৃহস্পতিবার সকালে ১১.৩২ মিনিটে গ্রহণ শেষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখা গিয়েছে গ্রহণ। কিন্তু আকাশ মেঘ থাকার জন্য শহর কলকাতা বা পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে গ্রহণ দেখা যাবে না বলেই আগে থেকে জানিয়ে দিয়েছিলেন আবহাওয়া বিদরা।

তবে আবহবিদদের আশঙ্কাই শেষ অবধি সত্য়ি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রচণড মেঘলা আকাশের জন্য দেখা যায়নি গ্রহণ। রাজ্যের কোনো প্রাণ্ত থেকেই ভালো করে সেভাবে গ্রহণ দেখতে পাননি রাজ্যবাসী। তবে শুধু রাজ্যই নয় দেশের অন্যান্য রাজ্য থেকেও যে গ্রহণ ভালো করে দেখা যানি তা একপ্রকার নিশ্চিত হওয়া গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে ১৩০ কোটি ভারতবাসীর কাছে এক এক হতাশাজনক খবর বললেও ভুল হয়না।

তবে অন্যান্য সাথধারণ মানুষের মতো কিন্তু প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদীও গ্রহণ দেখতে পাননি। স্বাস্থ্য সম্পর্কে সচেতন মোদী প্রতিদিনই সকালে ফাঁকা মাঠে যোগা করে থাকেন। তাই প্রতিদিনের মতো এদিনও তিনি যোগা করতে মাঠে ছিলেন। তাই আশা ছিল হয়তো ঐতিহাসিক গ্রহণ দেখা তাঁর ভাগ্যে জুটবে। কিন্তু তা শেষ অবধি হয়ে উঠল না। অধির আগ্রহে অপেক্ষা করেও শেষ অবধি দেখা মেলেনি। আর তাই হতাশ হয়েছে তিনি।

এবং তাঁর হতাশার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। ট্যুইটারে আক্ষেপ করে তিনি লেখেন, “দেশবাসীর সঙ্গে আমিও গ্রহণ দেখতে অধীর অপেক্ষায় ছিলাম। দুর্ভাগ্যবশত মেঘে ঢাকা থাকায় সূর্যগ্রহণ দেখা সম্ভব হয়নি।” তবে, কেরলের কোঝিকোড়ে সূর্যের পূর্ণগ্রাসের লাইভ সম্প্রচার দেখেছেন বলে জানান প্রধানমন্ত্রী।

সোলার চশমা চোখে দিয়ে বেশ খানিক্ষণ তিনি সূর্যগ্রহণ দেখার জন্য অপেক্ষা করেছিলেন তিনি। কিন্তু শেষ অবধি তা আর হয়ে ওঠেনি। তবে মোদীর ট্যুইট ঘিরে বেশ মিম হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও মিম-এর সঠিক জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮.২৭ থেকে ১১.৩২ মিনিট অবধি গ্রহণ চলেছে।

আর এত গুরুত্বপূর্ণ হলেও কিন্তু সেই গ্রহণ দেশের সব প্রান্ত থেকে পরিষ্কার ভাবে দেখা যানি। কিন্তু যাঁরা ইতিমধ্যেই দেখেছেন সেই ছবি বা দৃশ্য সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অনেক সংবাদমাধ্যমও সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

X