যৌনচ্যাট এখন অতীত, বাজারে রমরমিয়ে চলছে ভার্চুয়াল সেক্স

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বর্তমানের ইন্টারনেট দুনিয়া সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। যেভাবে ইন্টারনেটের ওপর আমরা নির্ভর হয়ে পড়েছি তাতে আমাদের জীবনযাত্রা পুরোটাই নির্ধারণ করে চলেছে এই ইন্টারনেটই। খাওয়া থেকে ঘুম বা কেনাকাটা সর্বত্রই এখন ইন্টারনেটের দৌড় তাই তো সব কিছু করার আগে যেন একবার ইন্টারনেটে ক্লিক না করলে মন পসন্দ হয় না।

তাই তো ফেসবুক, ট্ইটার থেকে শুরু করে ইনস্টাগ্রাম বা ইউটিউবের ওপর আমরা বেশি ভরসা রাখি। তবে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অন্যতম একটি অঙ্গ হল যৌনতা। যা ছাড়া বাঁচা যায়না এক কথায়। তবে ব্যস্ততার দুনিয়ায় কিন্তু রিয়েল থেকে ভার্চুয়াল ওয়ার্ল্ডে যেহেতু এখন বেশি প্রচলিত তাই তো সবকিছুই এখন ভার্চুয়াল হয়ে যেতে বসেছে।  ইয়ং জেনারেশনের কাছে এই ভার্চুয়ালটাই বেশি স্বাচ্ছন্দের।

অনেকসময় যেহেতু সঙ্গি বা সঙ্গিনীর কাছে আসার সুযোগ টা কমে যায় ব্যস্ততার সময় তাই তো ডিসটেন্স রিলেশনশিপের জন্য এই ভার্চুয়াল রিলোশনশিপের বিষয়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ । তবে এবার সেই পর্যায়টি আরও উন্নততর হচ্ছে। এবার নাকি ভার্চুযাল সেক্সও হচ্ছে। হ্যাঁ শুনতে অবাক লাগলেও সম্প্রতি বিজ্ঞানীরা এমনই আবিষ্কার করে ফেলেছেন।

লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই অভিনব আবিষ্কার করেছেন। যেখানে ক্যামেরার মাধ্যমে অন্যপ্রান্তে থাকা মানুষটির সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব হবে। থ্রি ক্যামেরার সাহায্যে যৌনতা ঘটবে। হ্যাঁ একেবারেই সত্য়ি কাছে থাকা মানুষদের মতই যৌনতা সম্ভব হবে। এমনকি ফিলিংসও থাকবে যথেষ্ট।

যদিও নিশ্চয়তা দিয়েছেন বিজ্ঞানীরা। এমনকি কয়েকজন মহিলা ও পুরুষের ওপর পরীক্ষা নিরিক্ষা চালানো হয়েছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। যদিও এখনও তা বিদেশেই সীমাবদ্ধা রয়েছে। ভারতে আসতে বেশ দেরি। তবুও আশার বানী শুনিয়ে রাখলেন বিজ্ঞানীরা।

X