অপেক্ষা শুধু শীর্ষ আদালতের অনুমতি, তারপরেই নাগরিক পঞ্জি নিয়ে ঝাঁপাবে কেন্দ্র: প্রশান্ত কিশোর

বাংলা হান্ট ডেস্ক :  যদিও কয়েকমাস আগেই জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে দেশজুড়ে ব্যাপক শোরগোল পড়েছিল। কিন্তু সেই আতঙ্কের মধ্যে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। যা নিয়ে এখন দেশজুড়ে যেন ঝড় উঠেছে। আইন প্রণযন হয়েছে শুধু কার্যকর হওয়া বাকি। কিন্তু এরই মধ্যে এবার আবারও জাতীয় নাগরিকপঞ্জি ইস্যু যেন আগুণে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে। দেশজুড়ে বিক্ষোভের পরিস্থিতির মধ্যেই এনআরসি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভোট গুরু প্রশান্ত কিশোর।

দেশের শীর্ষ আদালতের তরফ থেকে নাগরিকত্ব সংশোধনী অনুমতি পেলে কেন্দ্রীয় সরকার এনআরসি নিয়ে ঝাঁপাবে। বৃহস্পতিবার সকালে ট্যুইট করে ঠিক এমনটাই বললেন প্রশান্ত কিশোর।  তিনি আরও জানিয়েছেন জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে কেন্দ্রীয় সরকার নাকি পরিকল্পনা ত্যাগ করেনি। সাময়িক বিরতি দিয়েছে জাতীয় নাগরিকপঞ্জীর কর্মসূচিতে। উল্লেখ্য, এনআরসি নিয়ে অনেকদিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী।

https://twitter.com/PrashantKishor/status/1210048250943696896

মোদী দিল্লির রামলীলা ময়দান থেকে তার বিধ্বংসী ভাষণে তিনি দেশের সমস্ত জনগণের উদ্দেশ্যে বলেন এনআরসি শব্দ নিয়ে এর আগে কোন কথা হয়নি। কিন্তু সুপ্রিমকোর্ট আসামের জন্য শুধু এ বিষয়টি করতে বলেছিলেন। শুধু বিরোধীরা মিথ্যার পর মিথ্যা প্রচার করে চলেছে এমনই দাবি প্রধানমন্ত্রীর। কাক কান নিয়ে চলে গেল, কিন্তু তাকে না দেখে কিছু লোক কংগ্রেসের পেছনে দৌড়াচ্ছে। এমনই কংগ্রেসকে একহাত নেন মোদি। সমস্ত মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

এমনি এমনি কথা প্রচার করছে বিরোধীরা। আর তিনি হয়রান হয়ে গেছেন এই কথাটি দেখে যে বড় বড় শিক্ষিত মানুষরাও এই মিথ্যাকে প্রশ্রয় দিয়েছে। বারবার মিডিয়া যখন প্রশ্ন করতে ডিটেনশন ক্যাম্প কোথায় বানানো হয়েছে! তখন কোন লোক উত্তর দিতে পারছে না । তারা নাকি শুনেছে।655401 prashant kishor

অর্থাৎ সমস্ত বিষয়টি যে বিরোধীদের একটা চক্রান্ত তা বারবার করে রামলীলা ময়দান থেকে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন তার কুশপুতুল জানানো হোক তার কুশপুত্তলিকা জুতা মারা হোক, কিন্তু দেশকে ধ্বংস করবার জন্য কংগ্রেস এবং নকশাল বাদীরা একদম মিথ্যা কথা বলে দেশকে তছনছ করবার চেষ্টা করছে। এমনই দাবি করেন মোদি।

দেশের জনগণকে যেন অশান্তির মধ্যে ভুগতে না হয়। দেশের বিদ্যুৎ প্রকল্প গ্যাস প্রকল্প ঘর প্রকল্প আয়ুষ্মান ভারত এগুলো কোন কিছুতেই জাতিভেদ দেখা হয় না। শুধু গরীব মানুষের দিকে তাকিয়ে এই কেন্দ্র সরকার কাজ করে চলেছে।

সম্পর্কিত খবর