ভাইজানের জন্মদিন, আদরের ভাগ্নেকে নিয়েই কেকে ফুঁ সলমনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আজ ২৭ ডিসেম্বর, বলিউডের ভাইজান সলমন খানের জন্মদিন। দেখতে দেখতে ৫৩টা বসন্ত পার করে ৫৪তে পড়লেন অভিনেতা। অসংখ্য অনুরাগীদের শুভকামনা নিয়ে জন্মদিন পালন করলেন তিনি।

সলমনের বাড়িতে জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন তাঁর পরিবারের লোকজন। আনা হয়েছিল একটি 4  storey cake  অর্থাৎ চারতলা কেক। ভাগ্নে আহিলকে কোলে নিয়েই কেক কাটেন ভাইজান। খান পরিবারের সব সদস্য অর্থাৎ সেলিম খান, সলমা খান, বোন অর্পিতা দেহরক্ষী শেরা সহ সবাই উপস্থিত ছিলেন সেখানে। এমনকি দেখা গেল সলমনের বর্তমান লুলিয়া ভান্তুরকেও।

https://www.instagram.com/p/B6i9vZighGz/?utm_source=ig_web_copy_link

পাপারাৎজির মধ্যেও বেশ জনপ্রিয় ভাইজান। এমন দিনে তাঁরাও যে কেকের আয়োজন করবেন না তা কি হয়? তাই তাঁরাও নিয়ে এসেছিলেন একটি কেক। সলমনকে সেই কেকও কাটতে হয়। সঙ্গে দেখা যায় তাঁর আগামী ছবি ‘দাবাং থ্রি’র সহঅভিনেতা সোনাক্ষী সিনহা, কিচ্চা সুদীপকেও।

https://www.instagram.com/p/B6i4ldknFfe/?utm_source=ig_web_copy_link

এছাড়াও দাদার জন্মদিন উপলক্ষে ভাই সোহেল খানও একটি পার্টির আয়োজন করেন। বিটাউনের তামাম জনপ্রিয় তারকারা আমন্ত্রিত ছিলেন সেখানে। দেখা মিলল শাহরুখ খান, সোনাক্ষী সিনহা, আলি আব্বাস জাফর, ববি দেওলের। বান্ধবী কৃতি খারবান্দাকে নিয়ে হাজির ছিলেন পুলকিত সম্রাট। সলমনের বহু ছবির নায়িকা তথা ‘প্রাক্তন বান্ধবী’ ক্যাটরিনা কাইফও আমন্ত্রিত ছিলেন পার্টিতে।

https://www.instagram.com/p/B6kR9F6nt-L/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে সলমন খান ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাবাং থ্রি’। দাবাং সিরিজের এটি তৃতীয় ছবি। আগের দুটি ছবির মতোই এই ছবিতেও দেখা গিয়েছে চুলবুল পাণ্ডের ‘জলবা’। উপরি পাওনা দাবাং থ্রির মাধ্যমেই বলিউডে অভিষেক করলেন সাঈ মঞ্জরেকর।

সম্পর্কিত খবর

X