খান পরিবারে খুশির খবর, সলমনের জন্মদিনে পরিবারে নতুন সদস্যের আগমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক খুশির খবর সলমনের পরিবারে। আজ, ২৭ ডিসেম্বর ভাইজানের জন্মদিন। ৫৪ বছরে পা দিলেন সলমন খান। আর এইদিনেই দ্বিতীয়বারের জন্য মা হলেন সলমনের বোন অর্পিতা খান। এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

প্রথম থেকেই অর্পিতা ও তাঁর স্বামী আয়ুষ ঠিক করে রেখেছিলেন সলমনের জন্মদিনের দিনই তাঁদের দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে আনবেন তাঁরা। সেইমতোই পরিবারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্তও নিয়ে রেখেছিলেন অর্পিতা। এদিন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে সিজারিয়ান পদ্ধতিতে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা-মেয়েকে দেখতে হাসপাতালেও যান খান পরিবারের সদস্যরা।

https://www.instagram.com/p/B6kd-expOWt/?utm_source=ig_web_copy_link

খান পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে আয়াত শর্মা। নতুন সদস্যের আগমনের খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অর্পিতা। উল্লেখ্য অর্পিতা ও আয়ুষের প্রথম সন্তানের নাম আহিল। মামা সলমনের খুবই আদরের ভাগ্নে সে। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আহিলের সঙ্গে খুনসুটির ছবি ও ভিডিয়ো শেয়ার করেন ভাইজান।

আজই ৫৪ বছরে পা দিয়েছেন সলমন খান। সেই উপলক্ষে জন্মদিনের পার্টিও হয়েছে খান পরিবারের তরফে। আহিলকে কোলে নিয়ে কেক কাটতেও দেখা যায় ভাইজানকে। প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে সলমন খান ও সোনাক্ষী সিনহা অভিনীত ছবি ‘দাবাং থ্রি’। এই সিরিজের প্রথম দুটি ছবির মতো এই ছবিও ইতিমধ্যেই বেশ সফল হয়েছে বক্স অফিসে। সব মিলিয়ে বলা যায় খান পরিবারে এখন খুশির বন্যা।

X