রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ অমিত শাহের, রাহুল প্রমান করুক CAA কিভাবে নাগরিকত্ত্ব কেড়ে নেবে

Published On:

বাংলা হান্ট ডেস্ক : দেশ জুড়ে শুধুই নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিক পঞ্জি আন্দোলন নিয়ে প্রতিবাদের ঝড়। লোকসভা ও রাজ্যসভায় বিল পাশ হওয়ার পর উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ সর্ব প্রান্তেই শুধুমাত্র অশান্তির আঁচ। আসলে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সরকার যা বলছে ঠিক বোধগম্য হচ্ছে না সাধারণ মানুষের। এমনিতেই কেন্দ্রের তরফ থেকে কোমর বেঁধে বোঝানোর জন্য নেমে পড়েছে কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝার অভাব নেই, বিজেপির ওপর তলা থেকে নিচুতলার নেতা মন্ত্রীরা নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণা রয়েছে তা বোঝানোর চেষ্টা করছে।

কিন্তু ততবার ব্যর্থ হয়েছে তাই এবার শুক্রবার আবারও সিমলার একটি জনসভা থেকে নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এবার এ দিনের শিমলার সভা থেকে সরাসরি কংগ্রেস নেতা রাহুল গাঁধীর নাম করে আক্রমণ করলেন অমিত শাহ, বিজেপির তরফ থেকে গুজব রটানো হচ্ছে ভুয়ো প্রচার করা হচ্ছে মিথ্যা রটানো হচ্ছে এসব অভিযোগ তোলা হয়েছিল কিন্তু এ বার কংগ্রেস ও তার সংযুক্ত দলগুলি গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তোলেন অমিত শাহ।

তাই এ প্রসঙ্গে বলতে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনে তফসিলি জাতি উপজাতি ও মুসলিম সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব কেড়ে নেয়া হবে না বলে জানান পাশাপাশি সরাসরি রাহুল গান্ধীর নাম করে এক প্রকার চ্যালেঞ্জ নিয়ে অমিত শাহ নতুন নাগরিকত্ব আইনে কোনও জায়গায় এ ধরনের কথা আছে কি না তা দেখাতে পারবেন কিনা সে নিয়েও প্রশ্ন তোলেন।

যদিও এখানেই থেমে থাকেননি সনিয়া গাঁধী ও মনমোহন সিংহের দশ বছরের সরকারে কত কাণ্ড ঘটেছে অথচ সে বিষয়ে কোনও উচ্চবাচ্য না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে এ দিন তিনি আবারও এই নাগরিকত্ব সংশোধনী আইন এই বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানান।

X