বাংলাহান্ট ডেস্ক: একের পর এক ধাক্কা বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জির জীবনে। মাত
র কিছুদিন আগেই হারিয়েছেন বড় মেয়ে পায়েলকে। সেই শোক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। ফের বড় জামাইয়ের সঙ্গে ঝামেলায় জড়ালেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন তাঁর বড় জামাই।
এর আগেও মৌসুমী ও তাঁর জামাইয়ের মধ্যে বাদানুবাদ হয়েছে। তাঁর সদ্য প্রয়াত বড় মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অভিনেত্রী ও তাঁর স্বামীর অভিযোগ, মেয়েকে তাঁদের সঙ্গে দেখা করতে দেওয়া হত না। মেয়ের ঠিকমতো যত্নও নেওয়া হত না। এই নিয়ে তখন একপ্রস্থ আইনি লড়াই হয়ে গিয়েছে। তারপর মেয়ের মৃত্যুর পর ফের বড় জামাইকে কাঠগড়ায় দাঁড় করান মৌসুমী। তিনি দাবি করেন, মেয়ের হাসপাতালের বিলও দিতেন না জামাই।
এরপরেই বড় জামাই ডিকি সিনহা জানান, আদালতের দ্বারস্থ হতে চলেছেন তিনি। শাশুড়ির বিরুদ্ধে মানহানির মামলাও তিনি করবেন বলে জানান। পাশাপাশি ডিকি এও জানান, অনেকদিন ধরে চুপচাপ সব সহ্য করেছেন তিনি। তবে আর নয়। স্ত্রী পায়েলের মৃত্যুর ৪০ দিন পূর্ণ হলে তাঁর অস্থি ত্রিবেণী সঙ্গমে বিসর্জন করবেন যাতে তাঁর আত্মা শান্তি পায়। এইসব কাজকর্ম সম্পন্ন হওয়ার পর আগামী বছর জানুয়ারিতেই মৌসুমীর সঙ্গে আদালতে মোলাকাত হবে তাঁর।
এর আগেই ডিকি অভিযোগ করেছিলেন মেয়ের মৃত্যুর পর তাঁকে শেষ দেখা দেখতেও আসেননি মৌসুমী। তাঁর স্বামী ও বোন এসেছিল শেষকৃত্যের সময়। জানা যায়, ছোট থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন পায়েল। ২০১৭ সালে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু তাঁর পরের বছরই হাসপাতাল থেকে ছাড়িয়ে স্ত্রীকে বাড়ি নিয়ে চলে আসেন ডিকি। জানা গিয়েছে, বাড়িতে পায়েলের মানসিক চিকিৎসা বন্ধ ছিল। আচমকাই বাড়িতে মৃত্যু হয় মৌসুমীর বড় মেয়ে পায়েলের।