মাজতে হচ্ছে এঁটো বাসন, স্ত্রীর সম্বন্ধে কী বললেন ব‍্যক্তি? দেখুন ভাইরাল ভিডিয়ো

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কথায় বলে সংসার সুখের হয় রমনীর গুণে। সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে নাকি মহিলারাই বেশি পটু। অবশ‍্য ব‍্যতিক্রম সবকিছুতেই রয়েছে। মেয়েরা এখন পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে ঘর-বার দুইই সামলাচ্ছে। তেমনই বাড়ির কর্তারাও গিন্নিদের সাহায‍্যের জন‍্য হাতে হাতে অনেক কাজই করে দেন।

কোনও বাড়িতে বাড়ির কর্তাকে রান্না করতে দেখা বা বাসন মাজতে দেখা এখন মোটেই আর অস্বাভাবিক কিছু নয়। তাও এই নিয়ে নেহাত হাসি মজা চলতেই থাকে। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক টিকটক ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে এক ব‍্যক্তি বসে বাসন মাজছেন। এমন সময় তাঁকে দুটি অপশন দিয়ে জিজ্ঞেস করা হল তিনি কি সারা জীবন নিজের স্ত্রীর সঙ্গে থাকতে চান? কিন্তু অপর অপশনটি বলার আগেই ব‍্যক্তি তড়িঘড়ি বলে উঠলেন দ্বিতীয় অপশনটিই নেবেন তিনি।

https://www.facebook.com/pritamroy1981/videos/3298579640212251/

ফেসবুকে এখন রীতিমতো ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অবশ‍্য পুরোটাই মজার ছলে বানানো হয়েছে। ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। আবার ওই ব‍্যক্তিকে বাসন মাজতে দেখে অনেকেই তাঁর মতো স্বামী পাওয়ারও ইচ্ছাপ্রকাশ করেছেন।
সোশ‍্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হয় নানা ভিডিয়ো। কখনও সেই সব ভিডিয়ো দেখে চোখ কপালে ওঠে আবার কখনও হেসে কুটোপাটি হয় নেটজনতা।

X