বাংলা হান্ট ডেস্ক : এক সময় বিজেপির জোট শরিকদের জন্যই লোকসভা ও রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়েছে কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁর বিরোধিতা শুরু হয়েছে। তাই তো যখন দেশ জুড়ে এনআরসি চালু করার ব্যাপারে তখন সরাসরি বিহারের মুখ্যমন্ত্রী তাঁর রাজ্যে কোনও ভাবেই এনআরসি চালু করতে দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন তবে এবার আরও এক ধাপ এগিয়ে জাতীয় জনসংখ্যা রেজিস্টার এর ফর্ম পূরণ করবেন না বলে সাফ জানিয়ে দিলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
প্রথমে এনআরসি এর পর এনপিআরের বিরোধিতায় মুখ খুললেন তিনিই। রবিবার দলের একটি বৈঠকে অখিলেশ যাদব স্পষ্টতই জানিয়ে দেন, তিনিই প্রথম ব্যক্তি হবেন যিনি এনপিআর সংক্রান্ত কোনও ফর্ম পূরণ করবেন না পাশাপাশি তিনি আরও এক ধাপ এগিয়ে এনআরসি প্রসঙ্গে সমালোচনায় সরব হন পাশাপাশি তিনি আরও বলেন এনআরসি কিংবা এনপিআর গরিব সংখ্যালঘু ও মুসলিম বিরোধী। তাই তিনি ফর্ম পূরণ করবেন না এবং সকলকে পাশে থাকার আর্জি জানালেন।
আসলে যে ভাবে নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে গোটা উত্তরপ্রদেশ জ্বলে উঠছে তাই পরিস্থিতি নিয়ে ধরে আনতে গিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে পুলিশ, এ দিন পুলিশের বিরুদ্ধেও এক হাত নিয়েছেন অখিলেশ, তাই তো পুলিশদের বাবা মায়েদেরও কাগজ চাওয়া হবে ঠিক এমনটাই মন্তব্য করতে শোনা যায় অখিলেশকে।
2010 সালের পর এবার আগামী নতুন বছরে জাতীয় জনসংখ্যা রেজিস্টার তালিকা তৈরি হবে তাই এই তালিকা প্রকাশের জন্য কেন্দ্রের তরফ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। গোটা দেশেই এই জাতীয় জনসংখ্যা রেজিস্টার চালু হবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য নতুন জাতীয় জনসংখ্যা রেজিস্টারে নাম তুলতে গেলে অনেক নতুন নতুন প্রমাণপত্র দিতে হবে বলেই জানানো হয়েছে এমনকি সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।