বাংলাহান্ট ডেস্কঃ রেলে চাকরি করতে চান? বেকারদের জন্য সুবর্ণ সুযোগ ভারতীয় রেলে যারা চাকুরী খুঁজছেন তাদের জন্য ভারতীয় রেল নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। জুনিয়র ও সিনিয়র ক্লার্ক মিলিয়ে মোট ২৫১ জন প্রার্থীর জন্য বিজ্ঞপ্তি দিয়েছে সেন্ট্রাল রেলওয়ে। ফর্ম পূরন শুরু হয়েছে ২০ ডিসেম্বর। না করে থাকলে খুব শিগিগিরি করে নিন। জানুয়ারি মাসের ঊনিশ তারিখ এই ফর্ম পূরণের শেষ দিন।
ভারতীয় রেল ভারত তথা বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ একটি পাব্লিক সেক্ট গুলির অন্যতম। একই সাথে ভারতীয় রেল কর্মসংস্থানের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপুর্ণ। এটি সারা বিশ্বে কর্মসংস্থানের দিক থেকে অষ্টম। ২০১৬ সালের তথ্য অনুযায়ী 1.30 মিলিয়ন ভারতীয় এই পাব্লিক সেক্টরে কাজ করে।
আবেদন করার শেষ তারিখঃ ০৩ ফেব্রুয়ারি ২০২০
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
পদঃ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস
শূন্যপদ– ১৭৮৫
শিক্ষাগত যোগ্যতাঃ
জুনিয়র ক্লার্কঃ উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর
সিনিয়র ক্লার্কঃযে কোনো শাখায় গ্রাজুয়েট
জাতীয়তাঃ ভারতীয়
আবেদন মূল্যঃ 100( সংরক্ষিতদের জন্য কোনো আবেদন মূল্য নেই)
নির্বাচনের পদ্ধতিঃ সিবিটি, টাইপিং টেস্ট ও মেডিকেল টেষ্ট
ওয়েবসাইটঃ www.rrccr.com
আবেদনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কিছু তথ্যঃ
নতুন আবেদনকারীদের অবশ্যই প্রথমে রেজিস্ট্রার করে নিতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। এক্ষেত্রে আপনাকে জানাতে হবে আপনার প্রাথমিক তথ্য।
এরপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অন্যান্য প্রয়োজনীয় তথ্য গুলি দিন। এই তথ্যগুলি যত্ন করে কোথাও লিখে রাখুন। সংশ্লিষ্ট নথি আপলোড করুন।
ভবিষ্যতের ব্যবহারের জন্য একটি প্রিন্ট আউট রাখতে পারেন।