বাংলা হান্ট ডেস্ক : এমনিতেই এখন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ক্ষোভে জ্বলছে গোটা উত্তরপ্রদেশ।উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে রোজই বিক্ষোভ ছড়ানোর অপরাধে কোথাও না কোথাও থেকে গ্রেফতার হচ্ছেন কেউ না কেউ। একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরপ্রদেশে।কিন্তু এরই মধ্যে অযোধ্যার রাম মন্দির তৈরির বিতর্ক শেষ হতে না হতেই এবার ট্রান্সজেন্ডারদের জন্য দেশের প্রথম বিশ্ববিদ্যালয় তৈরির সিদ্ধান্ত নিচ্ছে যোগী সরকার।
বার বার বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন, বিতর্কে উঠে এসেছেন যোগী। কিন্তু এবার নতুন ঘোষনায় আরও এক বিতর্ক তৈরি হয়েছে। জান গিয়েছে উত্তরপ্রদেশের কুশিনগরে ওয়ান থেকে এমএ ক্লাস অবধি ট্রান্সজেন্ডাররা যাতে অবাধে পড়তে পারেন তার জন্য একটি বিশ্ববিদ্যালয় তৈরি করবেনয একইসঙ্গে সেই বিশ্ববিদ্যালয়ে গবেষনাও করা যাবে।
অখিল ভারতীয় কিন্নর শিক্ষা সেভা ট্রাস্টের অধীনে কুশিনগরের ফাজিলনগরে এই বিশ্বিদ্যালয় তৈরি করবে যোগী আদিত্যনাথ সরকার।ওই চংগঠনের প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারী সিজনের জন্য দুজন পড়ুয়া স্কুলে ভর্তি হয়েছে। যাদের ক্লাস শুরু হওয়ার কথা ফেব্রুয়ারী বা মার্চে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয় থেকে অবাধে পড়ুয়ারা শিক্ষা নেওয়ার পাশাপাশি অন্যান্য সমস্ত রকমের সুবিধা পাবেন। আসলে যখন ভারতের মতো দেশে তৃতীয় লিঙ্গের মানুষদের এককথায় অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয়।
তাই তাঁদের অবাধে সুযোগ করে দিতে চাইছে ইপি সরকার। যদিও বর্তমানে বিভিন্ন সরকারি খাতে তৃতীয় লিঙ্গের জন্য আসন বরাদ্দ করা হয় কিন্তু তা সীমিত। ব্যক্তিগত ভাবে তাঁদের জন্য সুযোগ খুবই কম। তাই এবার তাঁদের সুযোগ করে দিতে এগিয়ে এসেছে যোগী সরকার।
স্থানীয় বিধায়ক গঙ্গা সিংহ কুশওয়া জানিয়েছেন,তৃতীয় লিঙ্গের সকলেই এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। তাই এর মাধ্যমে দেশে এক নতুন সমাজ গড়ে উঠবে। রবিবারবিশ্ববিদ্যালয়ের শিল্যান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শীর্ষ স্থানীয় নেতামন্ত্রীরা ও স্থানীয় গনমান্য কয়েকজন ব্যক্তি। যোগী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, কয়েকদিন আগেই তিন তালাক প্রাপ্ত মহিলাদের বার্ষিক ছয় হাজার টাকা করে পেনশন দেওয়ার কথা ঘোষনা করেছে যোগী সরকার। এককথায় উত্তরপ্রদেশের উত্তপ্ত পরিস্থিতিতে এখন কার্যত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে যোগী সরকার, এমনটাও বলছেন অনেকেই।