বাংলা হান্ট ডেস্ক : সেই অক্টোবর মাস থেকে মহারাষ্ট্রের রাজনৈতিক পালাবদলের যে জলঘোলা সূত্রপাত হয়েছে তা যেন কিছুতেই থামছে না। একবার এনডিএ জোট ভাঙা, আবার নতুন করে জোট করা, আবার বিজেপির সরকার গঠন পরে জোট সরকার। এবার তালিকায় নতুন সংযোজন হল মন্ত্রীসভা সম্প্রসারন। আজ সপ্তাহের দ্বিতীয় দিনেই তাই বড়সড় ঝটকা আসতে চলেছে মহারাষ্ট্র বিধানসভায়।
জল্পনায় কার্যত সত্য়ি হতে চলেছে, পাওয়ার পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা এনসিপি নেতা অজিত পাওয়ার নাকি হতে পারেন উপ মুখ্যমন্ত্রী, এমনটাই গুঞ্জন ছড়িয়েছে। আজ মন্ত্রীসভার সম্প্রসারন করবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আর এই সম্প্রসারনের সভায় আরও চমক থাকতে পারে বলে শোনা যাচ্ছে। ৩৬জন মন্ত্রী শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আর তার মাঝেই অন্যতম বড় খবর হতে পারে নবাব মালিক ও অজিতের মন্ত্রীত্ব ঘিরে। এমনিতেই যেহেতু জোট সরকার গঠন হয়েছে তাই মন্ত্রীত্ব পদ নিয়েও ভাগাভাগি হবে এ তো স্বাভাবিক ব্যপার। তাই সরকার গঠনের অনেক আগে থেকে জোট বেঁধেই অমনি কংগ্রেস, এনসিপি ও শিবসেনা কে কতগুলি মন্ত্রীত্ব আসন নেবেও তাও ঠিক হয়েছিল। তবে জানা গিয়েছে এনসিপি থেকে ১৫, শিবসেনার ১৫, কংগ্রেসের ১২ জনকে মন্ত্রী করা হতে পারে।
আসলে যখন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছিল ঠিক তখনই হঠাত্ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দেবেন্দ্রর মুখ্যমন্ত্রীত্ব পদ গ্রহণ কালে উপ মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত পাওয়ার । যদিও তা আশি ঘন্টার জন্য। অবশেষে আবারও জোট সরকার থেকে তাঁর উপ মুখ্যমন্ত্রী পদ নিয়ে জোর জল্পনা চলছে।