বাংলাহান্ট ডেস্ক: বলা হয় কোনও ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করা যায় তার রাশিফলের ওপর ভিত্তি করে। রাশির হেরফেরে পরিবর্তন হয় ব্যক্তির আচার-আচরণও। কোনও রাশির জাতক-জাতিকা খুব সহজেই রেগে যায় আবার কোনও রাশির জাতকেরা একেবারেই শান্ত স্বভাবের হয়। জ্যোতিষশাস্ত্রের সাহায্যে জানা সম্ভব কোন কোন রাশির মহিলাদের রাগ কতটা। দেখে নিন, আপনার রাশিফল অনুযায়ী আপনার চরিত্র কেমন-
মেষ- মেষ রাশির জাতকরা স্বাধীনচেতা মনোভাবসম্পন্ন হয়। এদের সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করলেই রেগে যান তারা।
বৃষ- হিসেব করে মেপেজুপে খরচ করতে পছন্দ করেন এই রাশির জাতকেরা। হিসাবের একটু এদিক ওদিক হলেই ক্ষুব্ধ হন।
সিংহ- একটু অতিরিক্ত মনোযোগ পেতে পছন্দ করেন সিংহ রাশির জাতকেরা। সেটা না পেলেই রেগে যান এরা।
কর্কট- সিংহ রাশির মতোই এরাও গুরুত্ব পেতে চান। সঙ্গীর মনোযোগ না পেলে এদের রাগ অনিবার্য।
কন্যা- অন্য কেউ সমালোচনা করুক সেটা একেবারেই না পসন্দ কন্যা রাশির জাতকদের। নিজেদের ব্যাপারে সমালোচনা শুনলেই রেগে যান।
মিথুন- কথা বলতে প্রায় সব মহিলারাই ভালবাসেন। মিথুন রাশির জাতকেরা আরওই পছন্দ করেন। এদের নিজেদের কথাটা বলতে দিন, রাগও আয়ত্ত্বে থাকবে।
তুলা- এই রাশির জাতকেরা ঝামেলা অশান্তি থেকে দূরে থাকতে ভালবাসেন। অকারণে ঝামেলায় জড়ালেই রেগে যান এরা।
বৃশ্চিক- এরা খুব সহজেই অন্যকে বিশ্বাস করে বসেন। সেই বিশ্বেসর সুযোগ নিয়ে কেউ এদের ঠকালেই রেগে যান এরা।
মকর- পূর্ব পরিকল্পনায় ব্যঘাত ঘটলে এদের রাগ অনিবার্য।
ধনু- এরা খুবই সৃজনশীল। নিজেদের মতো কাজ করতে পছন্দ করেন। সেই বিষয়ে বাধা সৃষ্টি করলেই রেগে যান এই রাশির জাতকেরা।
কুম্ভ- মনের মতো বন্ধু না হলে এরা সাধারণত বন্ধুত্ব পাতান না। আবার সেই বন্ধু যদি তোষামোদ না করে তাহলে এদের রাগ হয়।
মীন- এদের কাজের সম্বন্ধে কেউ কোনও বিরূপ মন্তব্য করলে রেগে যান এই রাশির জাতকেরা।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…