বাংলা হান্ট ডেস্ক : দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা চলছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় অসম থেকে শুরু করে উত্তর প্রদেশ দিল্লি সর্বত্রই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার আঁচ ছড়িয়েছে, যদিও বিরোধীদের অশান্তির আগুনকে প্রশমিত করতে গেরুয়া শিবিরের তরফে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে রাজ্য জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে সভা মঞ্চ এবং মিছিল করছে বিজেপি, বিভিন্ন জায়গায় অভিনন্দন যাত্রাও করেছেন তবে এবার আবারও পশ্চিমবঙ্গের বিজেপি বৈঠক থেকেই নাগরিকতা সংশোধনী আইনের বিরোধিতা করার জন্য বিরোধীদের হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তাই তিনি সরাসরি বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে নাগরিকত্ব আইনের বিরোধিতা করলে সারা দেশে লাশ গুনতে হবে এমনটাই হুমকি দেন। অর্থাত্ আবারও লাগামছাড়া মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সংসদ। তবে তিনি এখানেই থেমে থাকেননি সমাজবিরোধীদের যেভাবে শায়েস্তা করার দরকার সে ভাবেই শায়েস্তা করা হবে বলে মন্তব্য করেন। পাশাপাশি রাজ্যসভায় যখন নাগরিকত্ব সংশোধনী বিল উঠেছিল তখন তৃণমূলের আট জন সাংসদ কোথায় ছিলেন? এমন প্রশ্ন তুলে প্রতিবাদের ঝড় পাওয়ার কারণ জানতে চান তিনি।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি বিভেদ ছড়াচ্ছে বলে অভিযোগ তুলে, সন্ত্রাসবাদের জন্য দিদি মিছিল করছেন এমনটাও বলেন দিলীপ ঘোষ। পাশাপাশি বিজেপি সমর্থকদের মুখ্যমন্ত্রীর স্বরূপ তুলে ধরার জন্য অনুরোধ জানান।
প্রসঙ্গত বাঁকুড়ার ওন্দা থেকে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিক পঞ্জির সমর্থনে একটি সভা থেকে রাজ্য বিজেপির সভানেত্রী রাজকুমারী কেশরী দিদিকে পেত্নীর সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দোষ রয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি, যদিও তাঁর অভিযোগের কড়া জবাব দিয়েছেন বিষ্ণুপুরে জেলা তৃণমূলের সংগঠনের সদস্য।