সবাইকে পিছনে ফেলে এক নম্বরে থেকেই ২০১৯ সাল শেষ করল ভারত অধিনায়ক বিরাট কোহলি।

সারা বছর ধরে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং স্টিভ স্মিথ এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলল কে পাবেন এক নম্বর পজিশন? শেষ পর্যন্ত জয়ী হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। স্টিভ স্মিথকে অনেকটা পিছনে ফেলে এক নম্বর পজিশন দিয়েই বছরের শেষ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সারা বছর ধরে দর্শকদের খুব সুন্দর ক্রিকেট উপহার দিয়েছেন এই দুই ক্রিকেট তারকা। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করলো ভারত অধিনায়ক বিরাট কোহলি।

ভারত অধিনায়ক বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে এক নম্বর পজিশন দিয়েই 2019 সালের শেষ করলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। নির্বাসন কাটিয়ে দীর্ঘদিন পর বাইশ গজে ফিরে স্বমহিমায় পাওয়া গিয়েছিল স্টিভ স্মিথকে। সারা বছর দুর্দান্ত খেলার সুবাদে 2019 সালের শেষ দু’নম্বর পজিশন দিয়েই করলেন এই অজি তারকা। 2019 সালের শেষে 928 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। 911 পয়েন্ট নিয়ে বিরাট কোহলির ঠিক পরেই রয়েছেন অজি তারকা স্টিভ স্মিথ।

IMG 20191231 100657

2019 সালের শেষে বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন আজি ফাস্ট বোলার প্যাট কামিন্স। ভারতীয়দের মধ্যে বোলিংয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের সবার উপরে রয়েছেন ভারতের স্পীডষ্টার জাসস্প্রীত বুমরাহ। বুকরাহর টেস্ট বোলিং র্যাঙ্কিং ছয়।

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর