সুপ্রিম রায় মেনে অযোধ্যায় বিকল্প জমি চিহ্নিত করল উত্তরপ্রদেশ সরকার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত নভেম্বরে বিতর্কিত অযোধ্যা-বাবরি মসজিদ মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বিতর্কিত ওই জমিতে মন্দির নির্মাণ হবে। আর অযোধ্যার মধ্যেই  অন্য কোনও স্থানে ৫ একর জমি দেওয়া হবে মসজিদ গড়ার জন্য। সেই জন্য নির্ধারণ করবে উত্তরপ্রদেশ সরকার।

বছরের শেষ দিনেই  সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেই বিকল্প জমি চিহ্নিত করল যোগী সরকার। কয়েকটি জমি  চিহ্নিত করে সুন্নি ওয়াকফ বোর্ডকে দেখানো হবে। তার মধ্যে থেকে যেটি সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে সম্মতি থাকবে সেটি তাদের দিয়ে দেওয়া হবে।

অযোধ্যা নগরীর পাশ দিয়ে  যাওয়া হাইওয়ের পাশের পাঁচটি প্লট বাছা হয়েছে মসজিদের জন্য। সেগুলি গ্রহণ করবে কিনা সে সিদ্ধান্ত নেবে সুন্নি ওয়াকফ বোর্ড।  অযোধ্যার বিশেষ পুজোর সময় ১৫ কিলোমিটার বৃত্তাকার পথ পায়ে হেঁটে অতিক্রম করেন ভক্তরা, সেই জায়গা ছেড়ে বিকল্প জমি চিহ্নিত করা হয়েছে। কারণ  হিন্দু- মুসলিমদের কোনও পার্বণ একসঙ্গে পড়ে গেলে তখন কাউরই যাতে অসুবিধায় না পড়তে হয়। কোনও অপ্রীতিকর পরিস্থিত সৃষ্টি যাতে না হয় তার জন্য ভেবেই উত্তরপ্রদেশ সরকার বিকল্প জমি চিহ্নিত করেছেন মসজিদ গড়ার জন্য। কিন্তু সুন্নি ওয়াকফ বোর্ড সেই চিহ্নিত জমিগুলির মধ্যে পছন্দসই জমি খুঁজে নেবেন কিনা, তা সম্পূর্ণ ওই সংস্থার সিদ্ধান্তের উপরই নির্ভর করছে।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমি নিতে ওই ইসলামিক সংস্থা রাজী আছেন কিনা সে বিষয় এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায়নি সুন্নি ওয়াকফ বোর্ড।

 

সম্পর্কিত খবর

X