বছরের শেষে দায়িত্ব নিয়েই সন্ত্রাস ঠেকাতে পাকিস্তানকে তোপ সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরাভ্যানে

বাংলা হান্ট ডেস্ক : 31 ডিসেম্বর তারিখে ভারতের প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াতের মেয়াদ শেষ হয়েছে যদিও তিনি বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কিন্তু তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন মনোজ মুকুন্দ নরাভ্যানেই অর্থাত্ আজ থেকে তিনিই হলেন দেশের সেনাপ্রধান।

মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীর প্রধান পদে দায়িত্ব নেন তিনি। দায়িত্ব নিয়েই সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে এক প্রকার হুঁশিয়ারিও দেন নরাভানে। এমনিতেই ভারত বরাবরই পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে শুরু ছড়িয়েছে, তত্কালীন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বার বার ভারতের ওপর পাকিস্তানের হামলা নিয়েও সরব হয়েছিলেন এবং হুঁশিয়ারি দিয়েছিলেন। যদিও তা সত্ত্বেও কোনও অংশেই নিজেদের সন্ত্রাসবাদ প্রবণতা কমায়নি বলেই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভারত।manoj mukund

তাই তো এবার সেনাবাহিনীর প্রধান পদে দায়িত্ব নিয়েই পাকিস্তান সন্ত্রাসবাদ বন্ধ না করলে ভারত কোনও অংশেই আঘাত হানতে পিছপা হবেন না বলে হুমকি দিলেন তিনি। পাশাপাশি সন্ত্রাসে মদত দেওয়ার জন্য পাকিস্তানকে কড়া শাস্তি পেতে হবে, এবং সন্ত্রাস দমনে ও সন্ত্রাসের ঘাঁটিতে আঘাত হানার অধিকার ভারতীয় সেনাদের রয়েছে এবং ভারতীয় সেনারা তাতে প্রস্তুত বলেও জানান তিনি। এমনকি দায়িত্ব নিয়ে যে কোনও পরিস্থিতিতে দেশকে বাঁচানো ও ভারতীয় সেনাদের প্রস্তুত করা তাঁর একমাত্র লক্ষ্য বলে জানান নরাভানে।

জেনারেল বিপিন রাওয়াত মঙ্গলবারই দেশের প্রথম CDS এর দায়িত্ব নেবেন।  অবসরে জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘আমজ আমি চীফ অফ আর্মি স্টাফের পদ থেকে রিটায়ার হচ্ছি। আমি ভারতীয় সেনার সমস্ত সৈনিকদের ধন্যবাদ জানাই, যারা নানারকম সমস্যার মুখেও নিজেদের কর্তব্য পালন করে গেছেন। আমি জেনারেল মনোজ নরবানেকে ওনার সফল কার্যকালের জন্য ওনাকে শুভেচ্ছা জানাই। আজ উনি দেশের ২৮ তম সেনা প্রধান রুপে দায়িত্ব সামলাবেন। আমি আশা করছি যে, ওনার নেতৃত্বে সেনা সফলতার নতুন শিখরে পৌঁছাবে।”

সম্পর্কিত খবর