বছরের শুরুতেই সকলকে অবাক করে নিজের বাগদান সেরে ফেললেন হার্দিক পান্ডিয়া। অভিনন্দন জানালেন অধিনায়ক বিরাট কোহলি।

নতুন বছরের প্রথম দিনেই সকলকে অবাক করে এক দুর্দান্ত খবর দিলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বুধবার বছরের প্রথম দিনেই নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। সেই ছবিতে সার্বিয়ার অভিনেত্রী নাতাশা স্ট্যাকনোভিচের সাথে ছবি পোস্ট করে হার্দিক পান্ডিয়া নিজের বাগদানের খবর সকলের সামনে প্রকাশ করলেন।

সেই ছবিটা দেখা যাচ্ছে অভিনেত্রী নাতাশা স্ট্যাকনোভিচ তার বাঁ হাতের আঙ্গুল তুলে সকলকে দেখাচ্ছেন সেই আঙ্গুলে রয়েছে তাদের বাগদানের আংটি। আর হার্দিক পান্ডিয়ার এই ছবি দেখে তার ভক্তরা খুবই উচ্ছ্বসিত। সেই সাথে এই ছবি পোস্ট করে হার্দিক পান্ডিয়া লিখেছেন ‘ম্যায় তেরি, তু মেরা জানে, সারা হিন্দুস্তান। এনগেজড।’ হঠাৎ করে হার্দিক পান্ডিয়ার এমন ছবি দেখে অবাক হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। নিজের দলের তারকা অলরাউন্ডারের ছবি দেখে বিরাট কোহলি লিখেছেন অভিনন্দন হার্দিক পান্ডিয়া, নতুন বছরে এর থেকে বড় চমক আর কিছু হতে পারে না। শুভেচ্ছা তোমাদের দুজনকে, আগামী জীবন তোমাদের খুব ভাল কাটুক।

198837432949d3558324d24a1474b2f1a34db4a6c

হার্দিক ও নাতাশার এই ঘোষণার পরে বলিউড এবং ক্রিকেটের সম্পর্ক আরো বেশি গভীর হল। ভারতের ইতিহাসে এর আগেও অনেক ক্রিকেটারকে দেখা গিয়েছে যারা বলিউড সুন্দরীদের জীবনসঙ্গী করেছেন। এরমধ্যে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও।

এই 27 বছর বয়সী অভিনেত্রী নাতাশার জন্ম সার্বিয়ায়। সম্প্রতি মুম্বাইয়ে ফিল্ম জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই বলিউড অভিনেত্রী। কয়েকটি সিনেমা করার পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় টিভি শোতেও দেখা গিয়েছে নাতাশাকে। এছাড়াও মডেলিং জগতে বেশ জনপ্রিয় ইনি।

Udayan Biswas

সম্পর্কিত খবর