বাংলাহান্ট ডেস্কঃ ২০২০ সালের শুরুতেই Huawei লঞ্চ করতে চলেছে তাদের Huawei p40 সিরিজের নতুন ফোন Huawei p40 pro । সম্প্রতি এই ফোনের একটি ছবি সামনে এসেছে যাতে এই ফোনটি সম্পর্কে অনেক কিছুই অনুমান করতে পারছেন বিশেষজ্ঞরা।
ছবি অনুসারে এই মোবাইল ফোনটিতে ডুয়াল সেলফি ক্যামেরা থাকছে। থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে ও। ডিজাইন অনেকটাই এই কোম্পানির অন্য একটি জনপ্রিয় ফোন Nova 6 -এর মত। ডিসপ্লে আসবে থিন বেজেলের সাথে এবং একই সাথে থাকবে একটি ছোট্ট চিন ( chin) । অনেকের অনুমান এই ফোনে থাকতে পারে ডুয়াল অপারেটিং সিস্টেম। তবে সব থেকে আকর্ষনীয় হল এই ফোনের পাঁচটি ক্যামেরা।
এছাড়াও আর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যাচ্ছে ইন্টারনেট মারফৎ। huawei P40 Pro স্মার্টফোনটি Android v10 (Q) অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটিতে অ্ক্টা কোর প্রসেসর থাকবে। এটি হাইসিলিকন কিরিন 990 5G চিপসেট থাকবে। এটিতে 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। huawei P40 Pro স্মার্টফোনটিতে একটি OLED ডিসপ্লে থাকছে যার রেজোলিউশন 1440 x 3040 pixel. এছাড়া থাকছে 5500 mah ব্যাটারি।
হুয়াওয়ে টেকনোলজিস কোং, লিমিটেড একটি চীনা বহুজাতিক প্রযুক্তি সংস্থা। যা বর্তমানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মোবাইল নির্মান সংস্থা। এই সংস্থাটি 1987 সালে রেন ঝেংফেই প্রতিষ্ঠা করেছিলেন। সেপ্টেম্বর 2018 পর্যন্ত হুয়াওয়ের 188,000 কর্মচারী ছিল, তাদের মধ্যে প্রায় 76,000 গবেষণা ও উন্নয়ন (গবেষণা ও উন্নয়ন) এ নিযুক্ত ছিলেন। এটির সারা বিশ্বে 21 টি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট রয়েছে।