বাংলা হান্ট ডেস্কঃ অনাহার নিয়ে নীতি আয়োগের রিপোর্টে পাঞ্জাবের র্যাঙ্ক গত বছরের তুলনায় দুই ধাপ নেমেছে। গত বছর পাঞ্জাব ১০ স্থানে ছিল, এবছর দুই ধাপ কমে ১২ স্থানে গেছে। আরেকদিকে নীতি আয়োগের এই রিপোর্ট গম্ভীর ভাবে নেওয়ার বদলে পাঞ্জাবের মন্ত্রী একের পর এক অযৌক্তিক মন্তব্য করে চলেছে।
পাঞ্জাবের হেলথ মিনিস্টার বলবীর সিং সিধু পাঞ্জাবে আনাহারের রিপোর্ট নিয়ে হাস্যকর বয়ান দেন। স্বাস্থ মন্ত্রী বলবীর সিধু বলেন, পাঞ্জাবে অনাহার নেই, মানুষের ওজন বেড়ে যাচ্ছে বলে পাঞ্জাবিরা ডায়েটিং করছে। আরেকদিকে পাঞ্জাবের ফরেস্ট মিনিস্টার সাধু সিং ধর্মসোত নীতি আয়োগের রিপোর্টকেই ভুল বলে ব্যাখ্যা করেন।
যদিও, বিরোধীরা এই মামলায় পাঞ্জাব সরকারকে আক্রমণ করেন। শিরোমনি আকালি দলের নেতা চরনজিত বহাড় বলেন, পাঞ্জাবের কংগ্রেস সরকার প্রতিটি ইস্যুতেই ব্যর্থ হয়েছে।
নীতি আয়োগের এই রিপোর্টের পর আশা করা যাচ্ছে যে, পাঞ্জাব সরকার আনাহারের মতো ইস্যুকে গম্ভীর ভাবে নেবে। কিন্তু পাঞ্জাবের মন্ত্রীদের বয়ান সেই আশায় জল ঢেলে দিচ্ছে। পাঞ্জাবের মন্ত্রীদের বয়ান স্পষ্ট করছে যে, সরকার এই ইস্যুকে গম্ভীর ভাবে নিতে নারাজ।