বাংলা হান্ট ডেস্কঃ এবার রাজ্যপালের এক্তিয়ার নিয়ে সংসদে মুখ খুলবে তৃণমূল। আগামী বাজেট অধিবেশেন এ নিয়ে সরব হবেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
বাংলায় রাজ্যপাল হয়ে আসার পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বাক-বিতণ্ডায় একাধিকবার জড়িয়ে পড়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কখনও রাজনৈতিক পরিস্থিতি, কখনও আবার শিক্ষাঙ্গনে আচলাবস্থার কারণ খুঁজতে গিয়ে রাজ্য সরকারের দিকে প্রশ্ন ছুঁড়েছেন তিনি। আবার সিএএ নিয়ে রাজ্যের শাসকদেলর সঙ্গে বিতর্কে জড়িয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়। বারবার একাধিক ইস্যুতে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে প্রশাসনিক প্রধানের মতানৈক্য প্রকাশ্যে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দিতে চিঠি লেখা নিয়েও চরম বিতর্কের তৈরি হয়। রাজ্যপাল জগদীপ ধনখড় যেকোও বিষয়েই এ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ তৃণণূলের। তিনি তৃণমূলের বিভিন্ন নেতা-নেত্রীদের ভূমিকা নিয়েও কখনও কখনও মন্তব্য করেছেন, যা স্বভাবতই তৃণমূলের ক্ষোভের পারদ চড়িয়েছে তৃণমূলের।
তাই, এবার আগামী বাজেট অধিবেশনে রাজ্যে একজন সাংবিধানিক প্রধান অর্থাত্ রাজ্যপালের কতটা এক্তিয়ার হতে পারে, সে বিষয়টি তুলে ধরতে মরিয়া হবে তৃণমূল। শনিবার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপালের ভূমিকা নিয়ে সংসদে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবের দাবি করবেন তিনি। তাঁর কথায়, দীর্ঘ রাজনীতির জীবনে এরকম রাজ্যপাল দেখেননি তিনি। রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের অন্তর্দ্বন্দ্বের যেরে বিধানসভায় বহু বিল আটকে গিয়েছে, যা বাংলার উন্নয়ন কিংবা কোনও আইনের সংস্করণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই, রাজ্যপালের সাংবিধানিক ইস্যু নিয়ে সরব হতে চলেছে তৃণমূল। সংসদে সরকার পক্ষকে এ বিষয়ে জবাব দিতে প্রয়োজনে বাধ্য করানো হবে বলে জানিয়েছেন, সংসদে তৃণমূলের মুখপাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়।