JNU র ঘটনার প্রতিবাদে সারা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই সংগঠন। বর্তমানে বারংবার শিক্ষা প্রতিষ্ঠানগুলি হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়ছে। এর মধ্যে যাদবপুর এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে বহুবার। অল্প সময়ের ব্যবধানে রাজনৈতিক কারণে উত্তপ্ত হচ্ছে দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র রাজনীতির কদর্য চেহারা আরও একবার উঠে এলো গতকাল JNU তে।
কিছুদিন ধরেই এনআরসির প্রতিবাদে JNU ক্যাম্পাসে বিক্ষোভ হচ্ছিলো। রবিবার সন্ধ্যা ৬ টার সময় একদল দুষ্কৃতী হামলা চালায়। ছাত্রসংসদের সভানেত্রী ঐশী ঘোষ কে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এছাড়াও কিছু ছাত্রছাত্রী গুরুতর আহত হয়। এমন কি বেশ কিছু অধ্যাপক ও জখম হন। এই ঘটনায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি র দিকে অভিযোগের আঙুল উঠেছে।
এই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সারা দেশের সর্বত্র। এর ই প্রতিবাদে ৬ তারিখ সোমবার গোটা দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছে এসএফআই এর শীর্ষনেতৃত্ব। JNU ক্যাম্পাস থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত মিছিল করা হবে বলে সূত্রে খবর। অপরদিকে তৃণমূল নেত্রী মমতা টুইট করে বলেছেন খুব শীঘ্র তৃণমূল কংগ্রেসের একটি দল দিল্লি যাবে JNU র আক্রান্তদের পাশে দাঁড়াতে। বর্তমানে এন আর সি বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠছেন ক্রমশ মমতা।
শুধু দিল্লি নয় মুম্বাই, হায়দ্রাবাদ, পুনে দেশের নানা প্রান্তে একই কর্মসূচী পালন করার কথা জানিয়েছে এসএফআই। কলকাতাতেও এদিন প্রতিবাদ কর্মসূচী পালন করা হবে বলে রাজ্য এসএফআই এর তরফে জানান হয়েছে। রবিবারের ঘটনায় বিজেপি অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ। চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রোক্টর এবং রেক্টরকে ডেকে পাঠিয়েছেন।