বাংলাহান্ট ডেস্কঃ ফের একবার শহর কলকাতার আকাশ ঢেকেছে মেঘে। বিক্ষিপ্ত ভাবে হচ্ছে হালকা বৃষ্টিও। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা যত গড়িয়েছে সূর্য ঢেকেছে কালো মেঘে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ১৫ ডিগ্রির কাছে। সর্বোচ্চ তাপমাত্রাও বেড়ে দাঁড়িয়েছে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি চলে আসায় দিন ও রাতের তাপমাত্রার অন্তরও কমবে। ফলে সারাদিনই অনুভূত হবে হালকা শীত। ৷আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় শহরে শীত আরও খানিকটা কমবে।
একই সাথে ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ভিজেছে শহর কলকাতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। ন্যূনতম ৪৭ শতাংশ।
শুক্রবার থেকে কুয়াশার দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷এমনিতেই সকাল থেকে কুয়াশা দাপটে দৃশ্যমানতা কমে গিয়েছে অনেকটাই। এর ফলে সকালের দিকে ট্রেন ও বিমান পরিষেবা ব্যহত হতে পারে। গতি কমতে পারে জাতীয় সড়ক ও মহা সড়ক গুলিতে গাড়ির ও।
আগামী ১৫ই জানুয়ারি মকর সংক্রান্ত্রির আগেই কেটে যাবে এই আবহাওয়া জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি কমে রোদ উঠলে নেমে যাবে সর্বনিম্ন তাপমাত্রার পারদও। সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরো একবার নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাঁটা ছাড়িয়ে। যার ফলে পৌষ শেষের বাঙালির প্রিয় উৎসব পৌষপার্বনে পিঠে পুলি জমে যাবে বলেই মনে করা হচ্ছে।