বাংলাহান্ট ডেস্কঃ ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাশেম সোলাইমানি নিহত হন। সোলাইমানি হত্যার ঘটনায় ইরান চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। মঙ্গলবার ইরাকের ওই দুটি মার্কিন বিমানঘাঁটিতে এক ডজনেরও বেশি ‘ব্যালিস্টিক মিসাইল’ ছুড়েছে ইরান। আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধের সম্ভাবনা আরো প্রকট হয়ে উঠেছে।
যুদ্ধের এই দামামায় বিনিয়োগকারীরা সোনা কিনে রাখছেন। যার ফলে বাড়ছে সোনার দাম। গত বুধবার সোনার দাম বেড়েছে দুই শতাংশ। কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ৪১ হাজার ৭৮০ টাকা। চেন্নাইতে দাম ছুঁয়েছে ৪২ হাজার ৮৬০ টায়েছ দাম বেড়েছে রুপোরও। মনে করা হচ্ছে, যুদ্ধ হলে দেশের বাজারে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪ হাজার টাকা ছাড়াতে পারে।
আন্তর্জাতিক বাজারে বুধবার সকালে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১.৫৬ ডলার । আগে যা দাম ছিল তার ২.৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৬৯.৮৩ মার্কিন ডোলার হয়েছে । যদিও কোনো তৈল খনিতে হামলা হয়নি বলে তেলের দাম মারাত্মক ভাবে বাড়ে নি। কিন্তু যুদ্ধের পরিস্থিতি যতই জটিল হবে তেলের দাম উপুর্যুপরি বাড়বে বলে মনে করছেন অর্থনীতির বিশেষজ্ঞরা।
অর্থনীতির বিশেষজ্ঞরা আরো মনে করছেন, এই ভাবে সোনা ও তেলের দাম বাড়তে থাকলে তাতে কাজ হারাতে পারেন কয়েক লক্ষ মানুষ। স্বর্ণশিল্পের সাথে জড়িত বহু মানুষ ইতিমধ্যে কাজ হারিয়েছেন সোনার দাম বেড়ে যাওয়ার কারনে। এবার সেই কর্মহীনতা আরো বাড়বে বলে ধরে নেওয়া হচ্ছে। একই সাথে তেলের দামের প্রভাব পড়তে পারে পরিবহন ও গাড়ি শিল্পেও। এই কারনে যাতায়তেও বাড়তে পারে ভাড়া।