বাংলা হান্ট ডেস্কঃ PDP এর নেতা মুজফর হুসেইন বেগ (Muzaffar Hussain Baig) নিজের দলের সভাপতি মেহবুবা মুফতি (Mehbooba Mufti) দ্বারা ৩৭০ নিয়ে দেওয়া একটি বয়ানের বিরোধিতা করলেন। মুজফর হুসেইনের কাছে যখন মেহবুবা মুফতি দ্বারা দেওয়া আগের বয়ান ‘যদি কাশ্মীর থেকে ৩৭০ তুলে দেওয়া হয়, তাহলে কাশ্মীরে কেউ ভারতের পতাকা তুলবে না।” এর ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। তখন উনি বলেন, এই রকম বয়ানবাজির জন্য জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে। এসব বয়ানের কারণে আমাদের কোন লাভ হয়নি।
Muzaffar Hussain Baig, PDP, on Mehbooba Mufti's earlier statement that 'no one will hold tricolour in J&K if Art 370 is tampered with': Statements like that resulted in downgrading J&K from state to Union Territory. That did not help us. That should not have been made. pic.twitter.com/bWCLOAWZEs
— ANI (@ANI) January 9, 2020
উনি আরও বলেন, ‘আমার কথা হল যদি আপনি জম্মু কাশ্মীরের মানুষের সমস্যা নিয়ে কথা বলতে চান, তাহলে আপনার ভদ্র এবং শালীনতা বজায় রাখার দরকার। আপনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী অথবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে জোর জবরদস্তি করে কিছুই হাসিল করতে পারবেন না।”
Muzaffar Hussain Baig, PDP: My opinion is that if you want to talk about issues relating to people of Jammu and Kashmir, you will have to talk in a dignified and civilised manner. You can’t achieve anything by coercing PM, HM or NSA.
— ANI (@ANI) January 9, 2020