পরনে নীল শার্ট শর্ট কোর্ট, বারান্দার রেলিং ধরেই ক্যাটওয়াক শুরু করে দিলেন উর্বশী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় জগতে প্রবেশ করেছেন তিনি বেশ অনেকদিন হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত মাত্র কয়েকটি ছবি ও মিউজিক ভিডিওতেই কাজ করেছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে খুব একটা সন্দেহ না থাকলেও কেন যে তিনি বেশি ছবি পান না সেই নিয়ে ধন্দ রয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। বলা হচ্ছে উর্বশী রাউতেলার কথা। রূপোলি পর্দায় বেশি দেখা না গেলেও তাঁর অনুরাগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। নেটদুনিয়ায় যথেষ্ট জনপ্রিয় উর্বশী।

সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা ধরে রাখতে বেশ সক্রিয় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২২ মিলয়ন ছাড়িয়ে গিয়েছে। মাঝে মাঝেই নিজের ছবি বা ভিডিও দিয়ে অনুরাগীদের মন জয় করতে পছন্দ করেন উর্বশী। কখনও নতুন নতুন ফটোশুটের ছবি দেন আবার কখনও জমিয়ে নেচে সেই ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। বলা বাহুল্য ভাইরালও হয় সেই সব ভিডিও।

https://www.instagram.com/p/B7DQnEbhjOD/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B7Itb5ph-kM/?utm_source=ig_web_copy_link

সম্প্রতি আরও একটি নতুন ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন উর্বশী। সেখানে দেখা যাচ্ছে ক্যাটওয়াক করছেন তিনি। তবে কোনও র‍্যাম্পে নয়, সম্ভবত দুবাইয়ের একটি হোটেলের বারান্দায় এই ক্যাটওয়াক করেছেন তিনি। পরনে নীল শার্ট ও সাদা শর্ট কোর্ট। আবেদনময়ী ভঙ্গিতে বারান্দার রেলিং ধরে বেশ সাবলীল ভাবে ক্যাটওয়াক করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই ভিডিও এখন তোলপাড় করছে নেটদুনিয়া। উর্বশীকে এই অবতারে দেখে বহু পুরুষের হৃদয়ে যে ঝড় উঠেছে তা বলাই বাহুল্য।

https://www.instagram.com/p/B6-mo5eB5DT/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, কিছুদিন আগে প্রাক্তন হার্দিক পান্ডিয়ার এনগেজমেন্টের জন্য তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন উর্বশী। ভারতীয় এই ক্রিকেটারের সঙ্গে এর আগে অভিনেত্রীর সম্পর্ক ছিল বলে গুঞ্জন শোনা গিয়েছিল বলিপাড়ায়। তবে প্রাক্তনের এনগেজমেন্টের বিষয়টা যে বেশ ভালভাবেই নিয়েছেন তিনি তা একটি পোস্টেই বুঝিয়ে দিয়েছেন উর্বশী রাউতেলা।

সম্পর্কিত খবর

X