বাংলাহান্ট ডেস্কঃ কৌটিল্য বা চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত (খ্রিস্টপূর্ব ৩৭০-২৮৩ অব্দ) একজন অর্থনীতিবিদ, দার্শনিক ও রাজ-উপদেষ্টা এবং অর্থশাস্ত্র নামক রাষ্ট্রবিজ্ঞানের বিখ্যাত গ্রন্থের রচয়িতা ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানে তার পাণ্ডিত্যের জন্য চাণক্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। চাণক্য মৌর্য্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য্যের উত্থানে প্রধান ভূমিকা গ্রহণ করেন। মূলত তারই বিচক্ষণতা ও কূটনীতির কারনে তিনি বিশাল মগধের শক্তিশালী রাজা ধননন্দকে এক চন্দ্রগুপ্ত-এর হাতে পরাজিত করেন। মৌর্য সাম্রাজ্যের মূল কারিগর ও তাকে বলা হয়। এই চানক্যের নীতিগুলি আজও সমান ভাবে প্রাসঙ্গিক।
চানক্য নীতি অনু্যায়ী কোনও মানুষের সঙ্গে বন্ধুত্ব করার আগে কিংবা সম্পর্ক স্থাপনের আগে কয়েকটি জিনিস জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। জেনে নিন নতুন মানুষের সাথে সম্পর্ক বা বন্ধুত্বের ক্ষেত্রে কি কি বিষয় মনে রাখবেন
ত্যাগ করবার ক্ষমতাঃ যে মানুষ ত্যাগ করতে পারে তার সাথে বন্ধুত্ব করা সম্ভব। স্বার্থপর ব্যক্তি স্বার্থ ফুরোলেই নিজের পথ বেছে নেবে আবার স্বার্থের জন্য আওপ্নাকে ব্যবহার করতেও পারে
চরিত্রঃ নতুন মানুষটির চরিত্র যাচাই করে নিন। চরিত্রহীন বন্ধু আপনারও চারিত্রিক ক্ষতি করতে পারে। তিনি যাঁদের সঙ্গে মেশেন, তাঁদের থেকে তার চরিত্র সম্পর্কে জানুন।
দোষ-গুন বিচার করুনঃ নতুন মানুষটির দোষগুন সম্পর্কে অবহিত হোন। যে মানুষের মধ্যে দোষের পরিমান বেশী তাকে ত্যাগ করাই শ্রেয়।
অর্থোপার্জনের উপায়ঃ জীবনের প্রয়োজনে সকলকেই অর্থ উপার্জন করতে হয়। কিন্তু কে কিভাবে অর্থ উপার্জন করছে সেটা দেখে নেওয়া উচিত। অসৎ পথে যিনি উপার্জন করেন তার সাথে বন্ধুত্ব রাখা উচিত নয়